Ajker Patrika

‘সোনামণি তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি’ ইউএনওর চিঠি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৮: ১৩
‘সোনামণি তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি’ ইউএনওর চিঠি

‘প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। তুমি কেমন আছ? আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তোমার মা-বাবাকে আমার সালাম দিও। তোমার পড়াশোনা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে। পড়াশোনার পাশাপাশি তোমাকে নিয়মিত খেলাধুলাও করতে হবে।’ বলে প্রাথমিক বিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থীকে চিঠি পাঠিয়েছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ।

আজ বুধবার দুপুরে দেওঘর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশে চিঠি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহাকারী শিক্ষক জয়নাল আবেদীন মোল্লাসহ শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

চিঠিতে আরও বলা হয়, ‘প্রতি সপ্তাহে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি নিশ্চয়ই অংশগ্রহণ কর। আমিও ছোটবেলায় তোমাদের মতো খেলাধুলায় অংশগ্রহণ করতাম। খুব মজা হতো তখন। সোনামণি তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। পড়াশোনা শেষ করে তুমি অনেক বড় হবে। ভাটির রানী অষ্টগ্রামের মুখ উজ্জ্বল করবে।’

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিঠি বিতরণ শেষে ইউএনও মো. হারুন অর রশিদশিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া হ্রাস, বিদ্যালয় উপস্থিতি বাড়ানো ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। উপজেলার ৮ ইউনিয়নের ৮৪ প্রাথমিক বিদ্যালয় ও ১২ কিন্ডারগার্টেনের ২২ হাজার ১ জন শিক্ষার্থীকে এই গণ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন পরামর্শমূলক চিঠির শেষাংশে ইউএনও লেখেন, ‘তোমার যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমার আনন্দের ভাগীদার হতে চাই। সুন্দর হোক তোমার জীবন। ভালো থেকো তুমি।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও মহোদয় অষ্টগ্রামে যোগদানের পর থেকে শিক্ষার সার্বিক উন্নয়ন ও সৃজনশীল বিকাশে নিরলস কাজ করছেন। শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ‘চিঠি’ প্রদানের মতো ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত