Ajker Patrika

সখ্য গড়ে শিশু চুরি করেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সখ্য গড়ে শিশু চুরি করেন তিনি

তিন মাস আগে ছেলেসন্তানের জন্ম দেন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা শান্তা আক্তার। এর কয়েক দিন পর শান্তার বাসার কাছেই বাসা ভাড়া নেন এক নারী। ওই নারী অল্প কয়েক দিনের মধ্যেই শান্তার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। এর সুবাদে শিশুটিকে প্রায়ই কোলে নিয়ে আদর করতেন। আর এ বিশ্বাসের সুযোগ নিয়ে শিশুটিকে চুরি করে ৭ মার্চ উধাও হন ওই নারী। তবে শেষরক্ষা হয়নি। এ ঘটনায় পারভিন বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দীন এ তথ্য জানান। এ সময় উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

র‍্যাব জানায়, ৭ মার্চ ভোরে শিশুপুত্রকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্না করতে যান মা শান্তা। কিছু সময় পরে ঘরে এসে শিশুটিকে না পেয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে র‍্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। একটি সিসিটিভি ফুটেজ দেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা ফরিদ উদ্দীন আরও বলেন, পারভিন বেগম নবজাতক ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নবজাতকের তথ্য সংগ্রহ করতেন। এরপর কাছাকাছি বাসা ভাড়া নিয়ে শিশুর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করে বিশ্বস্ততা অর্জন করতেন। এরপর সুযোগ বুঝে নবজাতক চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিতেন। পারভিনের বিরুদ্ধে এর আগেও তিনটি শিশু চুরির অভিযোগ রয়েছে। তাঁকে পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত