Ajker Patrika

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের ঢামেকে মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
নিহত মিরান মাতুব্বর। ছবি: সংগৃহীত
নিহত মিরান মাতুব্বর। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত সাংবাদিক মিরান মাতুব্বর (৪০) চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মিরান মাতুব্বর ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে। তিনি দৈনিক বাংলা ৭১ ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ছিলেন।

নিহতের ভাই সাঈম মাতুব্বর জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা ও নগরকান্দার ফিডার সড়কে মিরান মাতুব্বর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। মিরান মাতুব্বরের পেটে ইজিবাইকের একটি রড ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক বাকি হোসেন বলেন, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

এদিকে সাংবাদিক মিরান মাতুব্বর নিহত হওয়ার খবর শুনে ভাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত