রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দুই গ্রুপের তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোটগ্রহণের আগেই কেন্দ্র দখলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬) এবং বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬)।
জানা গেছে, মৃত সালাউদ্দিন ও জাহাঙ্গীর ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরের সমর্থক। এবং দুলাল মিয়া নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হকের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন রাতুল হাসান। ভোটগ্রহণ শুরুর আগেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে রাতুল হাসান পক্ষের দুজন এবং রাতুল হাসানের সমর্থকদের হামলায় আশরাফুল হকের আরেকজনের মৃত্যু হয়েছে।
নিহত সালাউদ্দিনের পরিবারের সদস্যরা বলেন, ‘সালাউদ্দিন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাত। নির্বাচনে ভোট দেওয়ার জন্য গতকাল বুধবার রাতে বাড়ি আসে। নৌকার আশরাফুল হকের লোকজন আমাদের বাড়িতে এসে তাঁকে গুলি করে হত্যা করেছে।’
নিহত সালাউদ্দিনের স্ত্রী আঁখি বেগম জানান, গতকাল সারা রাত ধরে এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ করা হচ্ছিল। আজ ভোর ৬টার দিকে আমাদের ঘরের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। তীব্র শব্দে ঘর থেকে বাইরে বের হয় সালাউদ্দিন। এরপরই তার ঊরুতে গুলি করে দুর্বৃত্তরা। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চলে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সালাউদ্দিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নৌকার প্রার্থী মো. আশরাফুল হক বলেন, ‘আমার সমর্থক দুলাল প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। প্রতিপক্ষের লোকজন বিভিন্ন কেন্দ্র জোরপূর্বক দখল করে নেয়। সমর্থিত ভোটার এবং আমার লোকজনকে কেন্দ্রে ঢুকতেই দিচ্ছে না।’
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘বাঁশগাড়িতে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দুই গ্রুপের তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোটগ্রহণের আগেই কেন্দ্র দখলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬) এবং বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬)।
জানা গেছে, মৃত সালাউদ্দিন ও জাহাঙ্গীর ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরের সমর্থক। এবং দুলাল মিয়া নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হকের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন রাতুল হাসান। ভোটগ্রহণ শুরুর আগেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে রাতুল হাসান পক্ষের দুজন এবং রাতুল হাসানের সমর্থকদের হামলায় আশরাফুল হকের আরেকজনের মৃত্যু হয়েছে।
নিহত সালাউদ্দিনের পরিবারের সদস্যরা বলেন, ‘সালাউদ্দিন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাত। নির্বাচনে ভোট দেওয়ার জন্য গতকাল বুধবার রাতে বাড়ি আসে। নৌকার আশরাফুল হকের লোকজন আমাদের বাড়িতে এসে তাঁকে গুলি করে হত্যা করেছে।’
নিহত সালাউদ্দিনের স্ত্রী আঁখি বেগম জানান, গতকাল সারা রাত ধরে এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ করা হচ্ছিল। আজ ভোর ৬টার দিকে আমাদের ঘরের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। তীব্র শব্দে ঘর থেকে বাইরে বের হয় সালাউদ্দিন। এরপরই তার ঊরুতে গুলি করে দুর্বৃত্তরা। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চলে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সালাউদ্দিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নৌকার প্রার্থী মো. আশরাফুল হক বলেন, ‘আমার সমর্থক দুলাল প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। প্রতিপক্ষের লোকজন বিভিন্ন কেন্দ্র জোরপূর্বক দখল করে নেয়। সমর্থিত ভোটার এবং আমার লোকজনকে কেন্দ্রে ঢুকতেই দিচ্ছে না।’
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘বাঁশগাড়িতে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্রবাস থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছে।
১১ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে চলছে মাদকের রমরমা কারবার। উপজেলার অর্ধশত স্থানে দেদার মাদক কেনাবেচা চলে বলে জানা গেছে। প্রতিদিন ১৫-২০ লাখ টাকার মাদক বিক্রি হয় এসব স্পটে। সেই হিসাবে প্রতি মাসে মাদকসেবীদের কাছ থেকে ৪ থেকে ৬ কোটি টাকা হাতবদল হয়।
৪২ মিনিট আগেবরিশাল নগরের প্রায় সাড়ে ৪ লাখ মানুষের পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছিল দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট; যাতে ব্যয় হয়েছিল ৫০ কোটি টাকা। তবে ৯ বছর আগে স্থাপন করা প্ল্যান্ট দুটি থেকে এখনো পানি সরবরাহ শুরু হয়নি। প্ল্যান্টগুলোর অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এদিকে পানির স্তর নেমে যাওয়ায় সংকটে
১ ঘণ্টা আগেবিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে জলকপাটগুলো ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে দেড় ফুট (১৮ ইঞ্চি) পর্যন্ত খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ২৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিস্কাশন
১ ঘণ্টা আগে