Ajker Patrika

জাটকা রক্ষায় নৌ–পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাটকা রক্ষায় নৌ–পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষায় মাওয়া থেকে চাঁদপুর জেলার কাঁচিকাটা পর্যন্ত আজ বুধবার জাটকা ধরা বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। আজ সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ–পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথি রানী শর্মা।

সাথি রানী শর্মা জানান, নৌ–পুলিশের চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জাটকা ধরার সময় এক কোটি তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া জাটকা ধরার অপরাধে ছয় জেলেসহ ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। দিনভর অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অভিযানে নৌ–পুলিশের বিভিন্ন থানার অর্ধশতাধিক সদস্য অংশ নিয়েছে।

জাটকা সংরক্ষণ অভিযানের বিষয়ে নৌ–পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় মাছ ইলিশ আমাদের দেশের ঐতিহ্য ও ভৌগোলিক পণ্য হিসেবে বিখ্যাত। এ মৎস্য সম্পদ রক্ষায় নৌ–পুলিশ ‘জাটকা সংরক্ষণ অভিযান ২০২৩’ চালিয়েছে।’

শফিকুল ইসলাম আরও বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ–পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ২৬ ডিসেম্বর সব ধরনের অবৈধ জাল নির্মূলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, বেহুন্দি জালসহ সব ধরনের অবৈধ জাল অপসারণে বাংলাদেশের ১৭টি জেলায় চার ধাপে ৩০ দিনব্যাপী ‘বিশেষ কম্বিং অভিযান’ পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত