Ajker Patrika

মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪: ২২
মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবি

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের ওপর হামলা, মামলা, হত্যা ও নির্যাতন বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে আজ রোববার এসব দাবি জানানো হয়। 

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন এবং মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া মানববন্ধনে তাঁরা বিএনপি-জামায়াতের শাসনামলে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কমিশনের (জামুকা) দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ; দ্রুত যাচাই-বাছাই করে অমুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে একটি স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন; প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করাসহ রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করে এদের সব সম্পত্তি বাজেয়াপ্ত ও নাগরিকত্ব বাতিলের দাবি জানানো হয়। 

মানববন্ধনে আমিনুল ইসলাম বুলবুল বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির শাসনামলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসরদের আন্দোলনের কাছে নতি স্বীকার করে সরকার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছে, যা প্রশাসনকে দিনে দিনে জামায়াতিকরণের দিকে ধাবিত করছে। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

আল মামুল বলেন, সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, মামলা, নির্যাতন হচ্ছে; কিন্তু কোনো বিচার হচ্ছে না। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিডদের ষড়যন্ত্রের কারণে অনেক বীর মুক্তিযোদ্ধা পরিবার ন্যায়বিচার পাচ্ছে না। বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ওপর এসব হামলা, মামলা, নির্যাতন বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত