Ajker Patrika

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৫৮২টি গুলি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৩
Thumbnail image

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ সোমবার দুপুরে জেলার মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সদর মডেল থানা-পুলিশের কাছে এসব গুলি হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) সামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত ডোবায় অভিযান চালানো হয়। এ সময় ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল ৫৮২টি গুলি উদ্ধার করে।  

অভিযানের সময় একটি ভাঙা অ্যামুনেশান বক্সসহ উদ্ধার করা হয়। এসব গুলি গত ১৯ জুলাই জেলা কারাগার থেকে লুট হওয়া বলে ধারণা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত