Ajker Patrika

শেষ সময়ের অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ সময়ের অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা

ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দল বেঁধে মানুষ আসছেন কোরবানির পশু কিনতে, দরদাম করে কিনছেনও নিজেদের পছন্দে। গত কয়েকদিন বাজারে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে হাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। 

এদিকে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই অপেক্ষা করছেন শেষ সময়ের। শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা কমতে পারে ভেবে অনেক ক্রেতাই একটু সময় নিয়ে কেনার চেষ্টা করছেন। আবার বিক্রেতারাও দাম হাঁকিয়ে অপেক্ষা করছেন সর্বোচ্চ দামে বিক্রির। শুক্রবার রাজধানীর রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন হাট এবং ধোলাইখাল হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই হাটগুলোতে রয়েছে প্রচুর ক্রেতার সমাগম। পশুর বিক্রিও ছিল পর্যাপ্ত। বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন অনেক। ১ লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। আবার দেড় লাখ টাকার গরুর দাম চাচ্ছেন ২ লাখের বেশি। দেখা গেছে, একই আকারের বা ওজনের গরু কেউ কিনছেন ৮৫-৯০ হাজারে, আবার কেউ কিনছেন ১ লাখ টাকায়। একই আকারের গরু কেউ কিনছেন ৬০ হাজার টাকায়, আবার কেউ কিনছেন ৭০-৭৫ হাজার টাকায়। 

ধোলাইখাল হাটে ব্যবসায়ী আনিছুর রহমান জানান, হাটে গত দুই দিন পশু বিক্রি কম হলেও আজ বিক্রি বেড়েছ। সাতক্ষীরা থেকে দুই ট্রাকে করে ২১টি গরু এনেছি। এর মধ্যে গত তিন দিনে মাত্র চারটি গরু বিক্রি হলেও আজ শুক্রবার সকালেই বিক্রি হয়েছে পাঁচটি গরু। তিনি আশা করছেন আজ এবং আগামীকাল মিলিয়ে তাঁর সব গরুই বিক্রি হয়ে যাবে। 

গেন্ডারিয়া থেকে হাটে গরু কিনতে আসা সরকারি চাকরিজীবী মজিবুল হক জানান, ছুটির দিন হওয়াতে আজ সকালেই হাটে এসেছেন তিনি। এর মধ্যে কয়েকটি গরুর দর দাম করলেও কেনার জন্য কিছুটা অপেক্ষা করছেন। তিনি বলেন, সারা দিন দেখি দাম কেমন ওঠা নামা করে। সন্ধ্যার পর কিনে ফেলব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত