টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।
একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।
একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সবাই আমরা শোকাহত, কোনো ভাষা নাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। মৃত্যু মনে হয় ২৭ ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে, তারাও সুস্থ জীবন যাপন করতে পারবে না। যে শিশুরা মরে গেল, তাদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করব?’
১৯ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় ভেতরে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সিআর আবরারকে নিরাপদে বের করে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২২ মিনিট আগেঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। নগরের সপুরা গোরস্থানে আজ মঙ্গলবার সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়।
৩৭ মিনিট আগেমধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁর নাম মো. রায়হান (২০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ
১ ঘণ্টা আগে