Ajker Patrika

বর্ষাকে বরণ করল জবি

জবি প্রতিনিধি
বর্ষাকে বরণ করল জবি

গ্রীষ্মের তাপদাহ ভুলিয়ে শহুরে জীবনে বর্ষাকে বরণ করে নিতে নানা আয়োজন করেছে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। আজ বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ আয়োজন করা হয়। বর্ষাকে স্বাগত জানিয়ে বর্ষাকালের শুরুর দিনে আজ ১ আষাঢ় গান, কবিতা, নাচ, পালাসহ বিভিন্ন পরিবেশনা হয়।

‘এসো করো স্নান নবধারা জলে’ স্লোগান নিয়ে ‘বর্ষাকল্প-১৪২৯’ আয়োজন করে উদীচী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যজন মাসুম আজিজ, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল, উদীচীর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বর্ষা আমাদের মনকে প্রফুল্ল করে। আমার বয়স এখন ৬৫ অথচ বর্ষায় এখনো নিজেকে তরুণ মনে হয়। উদীচীর এমন আয়োজনকে আমি স্বাগত জানাই।’

বর্ষাকে স্বাগত জানিয়ে নানা আয়োজন করে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।বিশেষ অতিথির বক্তব্যে মাসুম আজিজ বলেন, ‘যে গান মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। যে গান মেহনতি মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। মানুষের কথা বলাই সংস্কৃতির কাজ।’ 

অনুষ্ঠানে উদীচী জবি সংসদ ছাড়াও পরিবেশনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমিসহ অন্যান্য সংগঠন। এ ছাড়া সন্ধ্যা থেকে থাকছে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ব্যান্ডদল স্বপ্নবাজি, আবোলতাবোল, রিজেক্টেড, গল্প, ট্রাভেলার্স, মনের মানুষের সংগীত পরিবেশনা। এরপর উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের পরিবেশনায় লাঠি খেলা।

উল্লেখ্য, এবারের আয়োজনটি সম্প্রতি সীতাকুণ্ডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত সকল মেহনতি মানুষের প্রতি উৎসর্গ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত