ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঈদের বাকি এক দিন। নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজটের ভোগান্তি। পাটুরিয়া ফেরিঘাট, লঞ্চঘাটেও নেই যাত্রীদের ভিড়। পুলিশ মহাসড়কের বিভিন্ন স্পটে যানবাহন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মহাসড়কের মানিকগঞ্জ, বানিয়াজুরী, বরংগাইল ঘুরে দেখা গেছে এমন চিত্র।
মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা একটু বেশি থাকলেও নেই সেই চিরচেনা যানজট। ফলে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ।
যাত্রী ও বাসচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন ধরে কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে মহাসড়কে পর্যাপ্ত বাস ও দুটি ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না।
তবে মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে অবশ্যই ওই বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণে রয়েছে।
বাসযাত্রী রাজবাড়ীগামী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা-আরিচা-পাটুরিয়া মহাসড়ক ছিল ভোগান্তির আরেক নাম। কিন্তু এ বছর ভোগান্তি ছাড়াই ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত এসেছি। দুই ঘণ্টা সময় লেগেছে। আশা করছি সামনের পথেও কোনো যানজট হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে পারব।’
সেলফি পরিবহনের চালক আজিজ আজকের পত্রিকাকে জানান, ঈদ এলেই যেন ঘরমুখী মানুষের মনে করিয়ে দিত যানজটে আটকে থাকা ভোগান্তির কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটে পড়তে হয়নি। অন্য রুটের গাড়ি কিছু চলছে এই মহাসড়কে। তবে নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১ হাজার ৮৮৯টি ছোট যানবাহনসহ ২ হাজার ৪৫০টি মোটরসাইকেল পার করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি অনেকটাই ভালো। কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা রয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে সড়কের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’
ঈদের বাকি এক দিন। নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজটের ভোগান্তি। পাটুরিয়া ফেরিঘাট, লঞ্চঘাটেও নেই যাত্রীদের ভিড়। পুলিশ মহাসড়কের বিভিন্ন স্পটে যানবাহন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মহাসড়কের মানিকগঞ্জ, বানিয়াজুরী, বরংগাইল ঘুরে দেখা গেছে এমন চিত্র।
মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা একটু বেশি থাকলেও নেই সেই চিরচেনা যানজট। ফলে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ।
যাত্রী ও বাসচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন ধরে কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে মহাসড়কে পর্যাপ্ত বাস ও দুটি ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না।
তবে মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে অবশ্যই ওই বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণে রয়েছে।
বাসযাত্রী রাজবাড়ীগামী আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা-আরিচা-পাটুরিয়া মহাসড়ক ছিল ভোগান্তির আরেক নাম। কিন্তু এ বছর ভোগান্তি ছাড়াই ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত এসেছি। দুই ঘণ্টা সময় লেগেছে। আশা করছি সামনের পথেও কোনো যানজট হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে পারব।’
সেলফি পরিবহনের চালক আজিজ আজকের পত্রিকাকে জানান, ঈদ এলেই যেন ঘরমুখী মানুষের মনে করিয়ে দিত যানজটে আটকে থাকা ভোগান্তির কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটে পড়তে হয়নি। অন্য রুটের গাড়ি কিছু চলছে এই মহাসড়কে। তবে নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১ হাজার ৮৮৯টি ছোট যানবাহনসহ ২ হাজার ৪৫০টি মোটরসাইকেল পার করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি অনেকটাই ভালো। কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা রয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে সড়কের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’
গাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
১২ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৪২ মিনিট আগেদিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং অন্যটি ২০১৩ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় নির্মাণ করে। সম্প্রতি মোহনপুর রাবার...
১ ঘণ্টা আগেনানা সমস্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। এসব সমস্যার মধ্যে রয়েছে বস্তায় ভরে ধান খাদ্যগুদামে নিয়ে যাওয়া, ধান শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশে নামিয়ে আনা, চিটার জন্য প্রতিমণে এক-দুই কেজি বেশি ধান নেওয়ার মতো নানা শর্ত এবং ব্যাংকে দৌড়াদৌড়ি করা। চলতি বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার.
২ ঘণ্টা আগে