Ajker Patrika

আজও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ২৮
আজও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মানা হচ্ছে না বাসে। নির্দেশনা বাস্তবায়নের দ্বিতীয় দিনেও একই চিত্র দেখা গেছে রাজধানীতে চলা বাসগুলোতে। দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে। বাসের যাত্রী, সহকারী ও চালক কারও মুখে ঠিকমতো নেই মাস্ক। 

আজ রোববার গণপরিবহনে বিধিনিষেধ বাস্তবায়নের দ্বিতীয় দিনে রাজধানীর বেশির ভাগ রুটের বাসের স্বাস্থ্যবিধির চিত্র ছিল এমন। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বিধিনিষেধের আগে বাস যেভাবে চলত, এখন ঠিক সেভাবেই চলছে। স্বাস্থ্যবিধি মানতে বিআরটিএর কোনো নির্দেশনা মানতে দেখা যায়নি রাজধানীর বাসগুলোতে। বাস ভর্তি করে যাত্রী তুলছেন চালকেরা। কারও মুখে মাস্ক থাকছে, কারও আবার থাকছে না। কেউ তদারকিও করছে না এসব।

নির্দেশনা না মানার বিষয়ে রাজধানী পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, ‘মাস্ক পরা নিজের দায়িত্ব। কেউ কাউকে জোর করে তো আর মাস্ক পরাতে পারবে না। এখন আমরা আর করোনার ভয় করি না। তাই যতটুকু  স্বাস্থ্যবিধি মানার দরকার আমরা চেষ্টা করছি। রাস্তায় যাত্রীদের চাপের কারণে অতিরিক্ত যাত্রী নিতে হচ্ছে বাসে।’ 

বিধিনিষেধ নিয়ে নাজমুল হোসেন নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সবকিছু খোলা রেখে বিধিনিষেধ পালন করা সম্ভব হবে না। যদি করোনা পরিস্থিতি খারাপের দিকেই যায়, তাহলে সরকার সব বন্ধ করে দিক। তখন মানুষ ঘরে থাকবে। চলমান বিধিনিষেধে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।’ 

এদিকে বাসে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিভিন্ন জায়গায়। যেসব জায়গায় অভিযান চলছে, সেখানে কিছুটা কৌশলী হচ্ছেন বাসচালকেরা। বাসে যদি অতিরিক্ত যাত্রী থাকে, ভ্রাম্যমাণ আদালতের আগে বাড়তি যাত্রী নামিয়ে দিচ্ছে বাসগুলো, যাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করতে না পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত