Ajker Patrika

স্ত্রীকে ধর্ষণের পর স্বামীসহ হত্যা, ৬ আসামির মৃত্যুদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ১৬: ৫৬
Thumbnail image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের পর দম্পতিকে হত্যার ঘটনায় ছয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। 

আসামিরা হলেন সুমন, লোকমান, শফিক, আরিফুল, জামাল, সুমন-২। তাঁদের মধ্যে সুমন, লোকমান এবং শফিক পলাতক। বাকি তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপগঞ্জ উপজেলার দেবই গ্রামে খাদিজা আক্তার নামে এক নারীকে ২০০৯ সালের ১১ আগস্ট রাতে পালাক্রমে ধর্ষণ করেন আসামিরা। ওই নারী ও তাঁর স্বামী আব্দুর রহমানকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল। রাতভর স্বামীকে বেঁধে রেখে আসামিরা ওই নারীকে ধর্ষণ করেন। পরে উভয়কে হত্যা করা হয়। 

হত্যার পর তাঁদের দুজনের মরদেহ রাস্তার পাশের একটি নালায় ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ ১৩ বছর পর আদালত ওই মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত