Ajker Patrika

রাজধানীতে মধ্যরাতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এসআই জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

এসআই আরও জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে রাতে খবর পান মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। তাঁর মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

আরিফের বাবা গিয়াস উদ্দিন শিকদার জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। আরিফ স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। সেখানে তাঁর ওয়ার্কশপের ব্যবসা আছে।

তিনি আরও জানান, মগবাজার তাঁর মামার বাসা। মাঝেমধ্যেই সেখানে যেতেন। ছেলেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘কয়েকজনকে পুলিশ ধরেছে। জানি না কী জন্য আমার ছেলেরে তারা মারল। আমার একমাত্র ছেলে আরিফ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...