ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে এক শিক্ষককে ডেকে নিয়ে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিকরাইল ইউনিয়নের সারপলিশা গ্রামের এক বাড়ির উঠান খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল হক (৫৬) সারপলিশা গ্রামের মৃত হাফিজ ভূঞার ছেলে। তিনি পলিশা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন–এই গ্রামের জাহানানা বেগম (৪০), তাঁর স্বামী আব্দুল বারেক (৪৮), সবুরের ছেলে ফারুক (২৮)।
নিহতের ভাতিজা মানিক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাওয়ার জন্য (আব্দুল হক) জাহানারার বাড়ি যায়। রাতে বাড়ি না ফিরলে আমরা জাহানারার বাড়িসহ আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করি। পরে আজ শুক্রবার সকালে থানায় একটি ডায়েরি করি। পুলিশ এসে তাৎক্ষণিক জাহানারার বাড়ির উঠান থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে।’
নিহতের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, ‘জাহানারা আমার ভাইয়ের কাছ থেকে কয়েক মাসে আগে টাকা ধার নেন। ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আজ শুক্রবার দুপুরে ভূঞাপুরে সারপলিশা গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠান থেকে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে এক শিক্ষককে ডেকে নিয়ে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিকরাইল ইউনিয়নের সারপলিশা গ্রামের এক বাড়ির উঠান খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল হক (৫৬) সারপলিশা গ্রামের মৃত হাফিজ ভূঞার ছেলে। তিনি পলিশা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন–এই গ্রামের জাহানানা বেগম (৪০), তাঁর স্বামী আব্দুল বারেক (৪৮), সবুরের ছেলে ফারুক (২৮)।
নিহতের ভাতিজা মানিক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাওয়ার জন্য (আব্দুল হক) জাহানারার বাড়ি যায়। রাতে বাড়ি না ফিরলে আমরা জাহানারার বাড়িসহ আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করি। পরে আজ শুক্রবার সকালে থানায় একটি ডায়েরি করি। পুলিশ এসে তাৎক্ষণিক জাহানারার বাড়ির উঠান থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে।’
নিহতের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, ‘জাহানারা আমার ভাইয়ের কাছ থেকে কয়েক মাসে আগে টাকা ধার নেন। ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আজ শুক্রবার দুপুরে ভূঞাপুরে সারপলিশা গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠান থেকে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
এখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
১৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
১৯ মিনিট আগেরাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
২ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে