নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে সকাল থেকে অপেক্ষায় একের পর এক করোনা রোগী। দূর দুরান্ত থেকে একের পর এক রোগীরা আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছে না কাউকেই। আজ রোববার সেখানে গিয়ে দেখা যায় চিত্র দেখা যায়। এর ফলে বাড়ছে রোগীদের দুর্ভোগ। এতে ক্ষুব্ধ রোগীদের স্বজনরাও।
গত শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলা হয়েছিল গতকাল শনিবার দুপুর থেকেই রোগী ভর্তি নেওয়া হবে।
সকালে আমির শাহ ফেনী থেকে উন্নত চিকিৎসার উদ্দেশে করোনা আক্রান্ত বাবাকে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর বাবা ইলিয়াস চৌধুরীর (৭০)। কিন্তু শয্যা খালি না থাকায় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে রেফার করে
ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে। কিন্তু এখানে এসে চার ঘণ্টা ধরে বসে আছেন তিনি। কিন্তু ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ।
আমির শাহ বলেন, হাসপাতাল প্রস্তুত না করে উদ্বোধন করার কোনো মানে নাই। দেশে সবই চলে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি দেখার কেউ নেই। এখানে কখন বা কবে ভর্তি নিবে এ বিষয়ে কেউ কিছু বলছে না।
রোগী নিয়ে আসা আরেক স্বজন এনামুল হক মিঠু বলেন, শো অফ করার জন্য উদ্বোধন করা হইছে । সকাল নয়টা থেকে বসে আছি। কিন্তু ভেতরে ঢোকা দূরের কথা, হাসপাতালের কেউই কথা বলতে চাচ্ছে না। তবে কেন এই হাসপাতাল উদ্বোধন করা হলো।
এদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বলেছেন রোগীদের ভোগান্তির বিষয়টি জানেন না খোদ নিজেই। তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতাল থেকে রোগীদের ওই হাসপাতালে পাঠানো ভুল হয়েছে। কারণ অক্সিজেন সিলিন্ডারের কিছু ত্রুটিগত সমস্যার কারণে আপাতত হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালের কর্তৃপক্ষের রোগীদের প্রতি অবহেলার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ হাসপাতালে চল্লিশটি আইসিইউ থাকবে এবং প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬০০ এবং শেষ পর্যায়ে ৪০৯ শয্যাসহ মোট এক হাজার শয্যা করা হবে।
রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে সকাল থেকে অপেক্ষায় একের পর এক করোনা রোগী। দূর দুরান্ত থেকে একের পর এক রোগীরা আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছে না কাউকেই। আজ রোববার সেখানে গিয়ে দেখা যায় চিত্র দেখা যায়। এর ফলে বাড়ছে রোগীদের দুর্ভোগ। এতে ক্ষুব্ধ রোগীদের স্বজনরাও।
গত শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলা হয়েছিল গতকাল শনিবার দুপুর থেকেই রোগী ভর্তি নেওয়া হবে।
সকালে আমির শাহ ফেনী থেকে উন্নত চিকিৎসার উদ্দেশে করোনা আক্রান্ত বাবাকে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর বাবা ইলিয়াস চৌধুরীর (৭০)। কিন্তু শয্যা খালি না থাকায় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে রেফার করে
ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে। কিন্তু এখানে এসে চার ঘণ্টা ধরে বসে আছেন তিনি। কিন্তু ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ।
আমির শাহ বলেন, হাসপাতাল প্রস্তুত না করে উদ্বোধন করার কোনো মানে নাই। দেশে সবই চলে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি দেখার কেউ নেই। এখানে কখন বা কবে ভর্তি নিবে এ বিষয়ে কেউ কিছু বলছে না।
রোগী নিয়ে আসা আরেক স্বজন এনামুল হক মিঠু বলেন, শো অফ করার জন্য উদ্বোধন করা হইছে । সকাল নয়টা থেকে বসে আছি। কিন্তু ভেতরে ঢোকা দূরের কথা, হাসপাতালের কেউই কথা বলতে চাচ্ছে না। তবে কেন এই হাসপাতাল উদ্বোধন করা হলো।
এদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বলেছেন রোগীদের ভোগান্তির বিষয়টি জানেন না খোদ নিজেই। তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতাল থেকে রোগীদের ওই হাসপাতালে পাঠানো ভুল হয়েছে। কারণ অক্সিজেন সিলিন্ডারের কিছু ত্রুটিগত সমস্যার কারণে আপাতত হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালের কর্তৃপক্ষের রোগীদের প্রতি অবহেলার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ হাসপাতালে চল্লিশটি আইসিইউ থাকবে এবং প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬০০ এবং শেষ পর্যায়ে ৪০৯ শয্যাসহ মোট এক হাজার শয্যা করা হবে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ৪৪৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া পাঁচ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১৫ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগেবিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ রিমান্ডে নেওয়ার...
১ ঘণ্টা আগেমুর্শিদা বেগম বলেন, ‘ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, ছেলের হার্টের বাম পাশের ভাল্ভ নষ্ট হয়ে গেছে। ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মানজিল আহমেদের তত্ত্বাবধানে কিছুদিন ছেলের চিকিৎসা চলে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ আছে।
১ ঘণ্টা আগে