নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে নির্বাচন কমিশন—এমন ঘোষণা সংস্থাটির নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পুরস্কার ঘোষণার বিষয়টি উদ্ভট বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেছেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন সিইসি।’ এ বিষয়ে দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন। এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।’ তবে কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনায় ইভিএম-সংশ্লিষ্টদের কেউ না কেউ এ ধরনের কথা বলে থাকতে পারেন বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশনার আনিছুরের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। কেউ তাঁর ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, ইভিএম যাঁরা তৈরি করছেন, তাঁদের মধ্যে কেউ বলেছেন হয়তো। ওখান থেকে জিনিসটা এসেছে।’ কিছুটা স্মৃতিভ্রম হয়ে এই নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলারের কথা বলে থাকতে পারেন বলে মন্তব্য করেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সবার সতর্ক অবস্থান নেওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। তাঁর মতে, এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়।
সিইসি জানান, ইভিএম নিয়ে তাঁরা পাঁচটি সভা করেছেন। এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারেননি। এ ব্যাপারে আরও কয়েকটি সভা ও পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে। ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বলেন, ‘নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের সুস্থ ধারা অব্যাহত থাকুক।’
এ সময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে নির্বাচন কমিশন—এমন ঘোষণা সংস্থাটির নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পুরস্কার ঘোষণার বিষয়টি উদ্ভট বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেছেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন সিইসি।’ এ বিষয়ে দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন। এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।’ তবে কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনায় ইভিএম-সংশ্লিষ্টদের কেউ না কেউ এ ধরনের কথা বলে থাকতে পারেন বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশনার আনিছুরের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। কেউ তাঁর ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, ইভিএম যাঁরা তৈরি করছেন, তাঁদের মধ্যে কেউ বলেছেন হয়তো। ওখান থেকে জিনিসটা এসেছে।’ কিছুটা স্মৃতিভ্রম হয়ে এই নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলারের কথা বলে থাকতে পারেন বলে মন্তব্য করেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সবার সতর্ক অবস্থান নেওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। তাঁর মতে, এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়।
সিইসি জানান, ইভিএম নিয়ে তাঁরা পাঁচটি সভা করেছেন। এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারেননি। এ ব্যাপারে আরও কয়েকটি সভা ও পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে। ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বলেন, ‘নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের সুস্থ ধারা অব্যাহত থাকুক।’
এ সময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৫ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৫ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৫ ঘণ্টা আগে