Ajker Patrika

টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ আহত ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২১: ২৬
টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ আহত ৩

গাজীপুরের টঙ্গীতে দোকানের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকার সিডিএল ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন জামান, দেলোয়ার ও আট বছর বয়সী শিশু দীন মোহাম্মদ। আহতদের উদ্ধার করে টঙ্গীরে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকাগামী লেনের মন্নু গেট এলাকায় বিআরটি প্রকল্পের ভারী মালামাল একটি ক্রেন দিয়ে ওপরে তোলা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেন উল্টে রাস্তার পাশে থাকা দোকানের ওপর পড়ে যায়। এতে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে ঢাকা গামী রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

টঙ্গীতে দোকানের ওপর উল্টে পড়া বিআরটি প্রকল্পের ক্রেনটঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোমিন আলী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে। গাজীপুর থেকে ঢাকামুখী সড়কটির যে অংশে ক্রেন রয়েছে, তার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে যানবাহন। দ্রুতই উদ্ধারকাজ শুরু হবে। 

বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত