নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এদিন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষাসৈনিক খলিল কাজী, ওবিই প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষাভাষীর জন্য। সুতরাং নিজের ভাষাকে যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে, তেমনি অন্যের ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খলিল কাজী, ওবিই ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘মায়ের ভাষার অধিকার যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আর চুপ থাকা যায় না। বাঙালি বিশেষত ছাত্র-জনতাও চুপ থাকেনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন করে ভাষার অধিকার রক্ষা করেছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্রের নাম ভাষার নামে হয়েছে। সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আগে ভাষার অধিকার আদায় হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ করা হয়েছে। এটাই একুশের চেতনা।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এদিন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষাসৈনিক খলিল কাজী, ওবিই প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষাভাষীর জন্য। সুতরাং নিজের ভাষাকে যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে, তেমনি অন্যের ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খলিল কাজী, ওবিই ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘মায়ের ভাষার অধিকার যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আর চুপ থাকা যায় না। বাঙালি বিশেষত ছাত্র-জনতাও চুপ থাকেনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন করে ভাষার অধিকার রক্ষা করেছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্রের নাম ভাষার নামে হয়েছে। সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আগে ভাষার অধিকার আদায় হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ করা হয়েছে। এটাই একুশের চেতনা।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম
৬ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
১৩ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
৩২ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে