Ajker Patrika

পিডিবিএফ-এর আঞ্চলিক প্রধানের তিন দিনব্যাপী সম্মেলন ও কর্মশালা

পিডিবিএফ-এর আঞ্চলিক প্রধানের তিন দিনব্যাপী সম্মেলন ও কর্মশালা

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আঞ্চলিক প্রধানের তিন দিনব্যাপী সম্মেলন ও কর্মশালা গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন একাডেমিতে (বাপার্ড) শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কর্মশালাটি উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। 

এ সম্মেলনে সভাপতিত্ব করেন পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের সাবেক সচিব মউদুদউর রশীদ সফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সৈয়দ রবিউল আলম, মহাপরিচালক, বাপার্ড, শহীদুল হক খান, পরিচালক, পিডিবিএফ, মুহিউদ্দিন আহমদ পান্নু, পরিচালক, পিডিবিএফ, পিডিবিএফ-এর আইটি প্রধান মো. সহিদ হোসেন সেলিম, বিমল চন্দ্র বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান, কোটালীপাড়া, কাজী মাহমুদুল হাসান, মেয়র মনিরামপুর পৌরসভা, ফেরদৌস ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার, কোটালীপাড়া ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্মেলনে পিডিবিএফ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ২৭টি অঞ্চলের অঞ্চল প্রধানবর্গ, অডিট দলনেতাগণ এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে পিডিবিএফ-এর ২০২১-২৫ পর্যন্ত দারিদ্র্য বিমোচনের রূপরেখার কৌশলপত্র উপস্থাপিত হয়। এছাড়া সম্মেলনে সুফলভোগী সদস্যভুক্তি, দল ও সমিতি গঠন, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি, ক্ষুদ্র, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, কোভিড ১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি, কৃষি ঋণসহ পিডিবিএফ-এর বিভিন্ন সঞ্চয় পরিকল্পের পরিচলন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পিডিবিএফ-এর ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘পিডিবিএফ কৃষক ও হত দরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে, আয় থেকে ব্যয় নির্বাহ করে এ প্রতিষ্ঠান নিজের পায়ে দাঁড়িয়েছে, যা বিরল ঘটনা। এ প্রতিষ্ঠানে এখন উত্তম কর্মপরিবেশ বিরাজ করছে ও শৃঙ্খলা ফিরে এসেছে। আরও ১৩৫টি উপজেলায় পিডিবিএফ-এর কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রকল্প সহায়তা প্রদান করা হবে।’

পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার বক্তব্যে বলেন, রুপকল্প ২০৪১-এর পরিপূর্ণ রুপায়নের লক্ষ্যে পল্লী এলাকায় অর্থের সুষম প্রবাহ নিশ্চিতকরণে একটি অমুনাফামূখী স্ব-শাসিত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। পিডিবিএফ ইতিমধ্যেই দারিদ্র্যের মানচিত্র (Poverty Mapping) এবং দারিদ্র্যের প্রকৃত পর্যায় নিরূপণ (Poverty Tracking)-এর মাধ্যমে হত দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি এবং নব সম্পদ সৃজনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের নবতর উদ্যোগ গ্রহণ করেছে।

মুহম্মদ মউদুদউর রশীদ সফদার তার বক্তব্যে আরও বলেন, এ সম্মেলনের মাধ্যমে পিডিবিএফ আগামী পাঁচ বছরের দারিদ্র্য বিমোচনের রূপকল্পের অভিযাত্রা শুরু হলো। পরিশেষে তিনি প্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিকে এ সম্মেলন ও কর্মশালায় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব মো. মশিউর রহমান এনডিসি আগামী ০২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় উক্ত সম্মেলন ও কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত