Ajker Patrika

রেললাইনে নাশকতা: অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা 

রেললাইনে নাশকতা: অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা 

গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় রেললাইনে নাশকতার ঘটনায় ঢাকার জিআরপি থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রেলওয়ে পিডব্লিউডি কর্মকর্তা আশরাফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। 

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় পিডব্লিউডি কর্মকর্তা আশরাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘রেলে নাশকতারটি একটি বড় ঘটনা, তাই মামলা দায়েরের বিষয়ে সতর্কতা সঙ্গে এজাহার করতে হয়েছে।’ তদন্তের সার্থে মামলার বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত