Ajker Patrika

‘অপমান সইতে না পেরে’ কলেজছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫৩
‘অপমান সইতে না পেরে’ কলেজছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের

গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক কলেজছাত্রীর আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করায় অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি হত্যার প্ররোচনা মামলা হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার সনমানিয়া ইউনিয়নের চরআলীনগরে এ ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রীর নাম শাহরিয়া শারমিন বন্যা (১৭)। সে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চরআলীনগর গ্রামের মো. বাদশা মিয়ার মেজো কন্যা। ওই ইউনিয়নের বর্ণমালা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল সে।

এ ঘটনায় দায়ের করা মামলায় একই গ্রামের গোলাম মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আসামি করা হয়েছে।

কলেজছাত্রীর বড় ভাই কবির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার রয়েছে জহিরুল ইসলাম ও তাঁর পরিবারের সঙ্গে। সেই শত্রুতার জেরে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আমার ভাগনেকে নিয়ে অটোরিকশায় করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে যাচ্ছিল। পথে গতিরোধ করে অটোরিকশা থেকে নামিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থল থেকে লোকজন এসে আমাদের জানায়। খবর পেয়ে সেখান থেকে বোনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি। লাঞ্ছনা সইতে না পেরে গতকাল রোববার দুপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে বোন আত্মহত্যা করে।’

বড় বোন ফারজানা ববি বলেন, ‘ওই ঘটনার পর থেকে বোন আমার কারও সঙ্গে কোনো কথা বলেনি। শুধু মাঝেমধ্যে জিজ্ঞেস করলে বলে—জহিরুল আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, ও আমার মান-সম্মান নষ্ট করে দিয়েছে।’

ফারজানা ববি আরও বলেন, ‘আমার বোন খুব মেধাবী এবং খুব চাপা স্বভাবের ছিল। সে এ বছর বর্ণমালা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে বিজ্ঞান বিভাগে। জমিজমার শত্রুতার কারণে জহিরুল আমার পরিবারের ক্ষতি করার জন্য আমার বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।’

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জহিরুল ইসলামের দুর্ব্যবহারের কারণে অপমানিত হয়ে সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় কলেজছাত্রীর মা মোছা. ফেরদৌসী বেগমের বাদী হয়ে একটি মামলা করেছেন। জহিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত