মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঈদ এলেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে নামে দক্ষিণবঙ্গের মানুষের ঢল। নাড়ির টানে ঘরে ফেরার প্রতিযোগিতা শুরু হতো ভোরের আলো ফোটার আগে। সবার হুড়োহুড়ি লেগে যেত কার আগে কে ফেরিতে উঠবে। গতকাল বুধবার পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থাকায় সেতুর পার্শ্ববর্তী এ ঘাটে ছিল উপচে পড়া ভিড়।
কিন্তু আজ বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে পদ্মা সেতু পার হয়ে মোটরসাইকেলেই দ্রুত চলে যাচ্ছে মানুষ। এরই উল্টো প্রভাব পড়ছে শিমুলিয়া ফেরিঘাটে।
সরেজমিন দেখা যায়, আজ সকাল আটটার দিকে শিমুলিয়ার ভিআইপি (৪ নম্বর) ফেরিঘাটে মোটরসাইকেল ও যাত্রীর অপেক্ষায় বসে আছে ফেরি কুঞ্জলতা। ঘুমিয়ে সময় পার করছেন ফেরির চালক ও কর্মচারীরা। নদীর তীরে স্পিডবোট, ফেরি ও লঞ্চ নোঙর করে রাখা। এসবে পারাপারে নেই কোনো যাত্রী। সেখানে খুলেছে খাবারের দোকান। তবে ক্রেতা নেই। অধিকাংশ দোকানের কর্মচারীরা দোকানের ভেতরে অলস বসে আছেন।
ঘাট–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের পরদিন দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ঈদুল ফিতর সামনে রেখে দক্ষিণবঙ্গের আরোহীদের জন্য মোটরসাইকেল পারাপার করতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। সে অনুযায়ী গত মঙ্গলবার কে-টাইপ ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছিল। গত দুই দিনে (মঙ্গল ও বুধবার) শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ২ হাজার ১৯৬টি মোটরসাইকেল পারাপার করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘোষণার পর আজ বৃহস্পতিবার সকাল ৬টার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। এতে পুনরায় যাত্রীশূন্য হয়ে পড়ে শিমুলিয়া ফেরিঘাট।
ফেরি কুঞ্জলতার মেরিন সেকশনে থাকা মো. রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা এখানে ফেরিতে মোটরসাইকেল পারাপার করার জন্য এসেছিলাম। গত দুই দিনে মোটরসাইকেল যাত্রীদের ভিড় ছিল। আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় কেউ ঘাটে আসছে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা ঘাটেই থাকব। যদি কোনো মোটরসাইকেল আসে তাহলে আমরা পারাপার করতে প্রস্তুত আছি।’
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরি চালু হওয়ার প্রথম দিন মঙ্গলবার এই নৌপথে ৯০৫টি মোটরসাইকেল পারাপার করা হয়। পরদিন বুধবার ১ হাজার ২৯১টি মোটরসাইকেল পারাপার করা হয়েছিল। কিন্তু আজ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিঘাটে কোনো যান ও যাত্রী নেই। কারণ কেউ চায় না দুই ঘণ্টা রোদে পুড়ে ফেরিতে পদ্মা পারি দিতে। যেখানে অল্প সময়ে পদ্মা সেতু পারি দিয়ে নাড়ির টানে ঘরে ফেরার সুযোগ রয়েছে।’
জামাল হোসেন আরও বলেন, ‘এখন ফেরির চালক, স্টাফসহ সংশ্লিষ্ট সবাই অলস সময় পার করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা মোটরসাইকেল পারাপার করতে প্রস্তুত রয়েছি।’
ঈদ এলেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে নামে দক্ষিণবঙ্গের মানুষের ঢল। নাড়ির টানে ঘরে ফেরার প্রতিযোগিতা শুরু হতো ভোরের আলো ফোটার আগে। সবার হুড়োহুড়ি লেগে যেত কার আগে কে ফেরিতে উঠবে। গতকাল বুধবার পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থাকায় সেতুর পার্শ্ববর্তী এ ঘাটে ছিল উপচে পড়া ভিড়।
কিন্তু আজ বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে পদ্মা সেতু পার হয়ে মোটরসাইকেলেই দ্রুত চলে যাচ্ছে মানুষ। এরই উল্টো প্রভাব পড়ছে শিমুলিয়া ফেরিঘাটে।
সরেজমিন দেখা যায়, আজ সকাল আটটার দিকে শিমুলিয়ার ভিআইপি (৪ নম্বর) ফেরিঘাটে মোটরসাইকেল ও যাত্রীর অপেক্ষায় বসে আছে ফেরি কুঞ্জলতা। ঘুমিয়ে সময় পার করছেন ফেরির চালক ও কর্মচারীরা। নদীর তীরে স্পিডবোট, ফেরি ও লঞ্চ নোঙর করে রাখা। এসবে পারাপারে নেই কোনো যাত্রী। সেখানে খুলেছে খাবারের দোকান। তবে ক্রেতা নেই। অধিকাংশ দোকানের কর্মচারীরা দোকানের ভেতরে অলস বসে আছেন।
ঘাট–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের পরদিন দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ঈদুল ফিতর সামনে রেখে দক্ষিণবঙ্গের আরোহীদের জন্য মোটরসাইকেল পারাপার করতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। সে অনুযায়ী গত মঙ্গলবার কে-টাইপ ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছিল। গত দুই দিনে (মঙ্গল ও বুধবার) শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ২ হাজার ১৯৬টি মোটরসাইকেল পারাপার করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘোষণার পর আজ বৃহস্পতিবার সকাল ৬টার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। এতে পুনরায় যাত্রীশূন্য হয়ে পড়ে শিমুলিয়া ফেরিঘাট।
ফেরি কুঞ্জলতার মেরিন সেকশনে থাকা মো. রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা এখানে ফেরিতে মোটরসাইকেল পারাপার করার জন্য এসেছিলাম। গত দুই দিনে মোটরসাইকেল যাত্রীদের ভিড় ছিল। আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় কেউ ঘাটে আসছে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা ঘাটেই থাকব। যদি কোনো মোটরসাইকেল আসে তাহলে আমরা পারাপার করতে প্রস্তুত আছি।’
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরি চালু হওয়ার প্রথম দিন মঙ্গলবার এই নৌপথে ৯০৫টি মোটরসাইকেল পারাপার করা হয়। পরদিন বুধবার ১ হাজার ২৯১টি মোটরসাইকেল পারাপার করা হয়েছিল। কিন্তু আজ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিঘাটে কোনো যান ও যাত্রী নেই। কারণ কেউ চায় না দুই ঘণ্টা রোদে পুড়ে ফেরিতে পদ্মা পারি দিতে। যেখানে অল্প সময়ে পদ্মা সেতু পারি দিয়ে নাড়ির টানে ঘরে ফেরার সুযোগ রয়েছে।’
জামাল হোসেন আরও বলেন, ‘এখন ফেরির চালক, স্টাফসহ সংশ্লিষ্ট সবাই অলস সময় পার করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা মোটরসাইকেল পারাপার করতে প্রস্তুত রয়েছি।’
বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
২৫ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১ ঘণ্টা আগে