Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে টিকটক হৃদয় গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২১, ১৭: ১৮
সিদ্ধিরগঞ্জে টিকটক হৃদয় গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে বর্তমানে আলোচিত আন্তর্জাতিক নারী পাচারকারী রিফাদুল ইসলাম হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত শনিবার (৫ জুন) সন্ধ্যায় র‍্যাব–১১ এর এএসপি সম্রাট তালুকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত শুক্রবার রাতে (৪ জুন) উপজেলার শিমরাইল মোড়স্থ সেন্টমার্টিন পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল সরকার ওরফে রাহুল (৩২) ও তার স্ত্রী সোনিয়া (২৫)। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। উক্ত পাচারকারী চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দী করে রাখত। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদের কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেল তথা বাইরে যেতে দেওয়া হতো না। তরুণীরা স্বেচ্ছায় এ সকল অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো। 

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতদের সঙ্গে রিফাদুল ইসলাম হৃদয়ের সরাসরি যোগাযোগের কথা জানা গেছে। এই মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‍্যাব-১১ বিশেষ গোয়েন্দা নজরদারি চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। উল্লেখিত দুজন ঢাকার হাতিরঝিল থানার মানবপাচার মামলায় এজাহারভুক্ত আসামি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত