নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের জন্য আনা এই অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার কাওসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত ১০ জানুয়ারি টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র জানায়, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে কার্যালয়ের সামনে রাজস্ব সার্কেলের সাবেক কর্মচারী জাহিদুল ইসলাম সুমনের কাছে একটি কার্টন দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্টন খুলে ভেতরে প্রায় ৪২ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল হককে জানানো হলে তিনি টাকা ট্রেজারিতে জমা রাখেন এবং ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। ১৪ জানুয়ারি এই অর্থ লেনদেনের বিষয়ে দুদকে চিঠি দেন মাহমুদুল হক।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘জব্দতালিকা তৈরি করে দেখা যায়, কার্টনে থাকা ৪২ লাখ টাকার মধ্যে ১ হাজার টাকার ৩ হাজার ৭০০টি এবং ৫০০ টাকার ১ হাজারটি নোট রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দ হওয়া অর্থ দুর্নীতি-সংশ্লিষ্ট। এর সঙ্গে আরও ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। সে জন্য দুদকে চিঠি দেওয়া হয়।’
তিনি বলেন, এ ঘটনায় দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় মামলা করেছে। সেই মামলায় কাওসার আহমেদ ও জাহিদুল ইসলাম সুমনকে আসামি করা হয়েছে। আজ কাওসারকে গ্রেপ্তার করেছে দুদক। অপর আসামি জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের জন্য আনা এই অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার কাওসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত ১০ জানুয়ারি টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র জানায়, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে কার্যালয়ের সামনে রাজস্ব সার্কেলের সাবেক কর্মচারী জাহিদুল ইসলাম সুমনের কাছে একটি কার্টন দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্টন খুলে ভেতরে প্রায় ৪২ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল হককে জানানো হলে তিনি টাকা ট্রেজারিতে জমা রাখেন এবং ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। ১৪ জানুয়ারি এই অর্থ লেনদেনের বিষয়ে দুদকে চিঠি দেন মাহমুদুল হক।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘জব্দতালিকা তৈরি করে দেখা যায়, কার্টনে থাকা ৪২ লাখ টাকার মধ্যে ১ হাজার টাকার ৩ হাজার ৭০০টি এবং ৫০০ টাকার ১ হাজারটি নোট রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দ হওয়া অর্থ দুর্নীতি-সংশ্লিষ্ট। এর সঙ্গে আরও ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। সে জন্য দুদকে চিঠি দেওয়া হয়।’
তিনি বলেন, এ ঘটনায় দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় মামলা করেছে। সেই মামলায় কাওসার আহমেদ ও জাহিদুল ইসলাম সুমনকে আসামি করা হয়েছে। আজ কাওসারকে গ্রেপ্তার করেছে দুদক। অপর আসামি জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গতকাল সোমবার রাতে বিজয় ২৪ হলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
২ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. সাগরকে (৩৬) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
২ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত মোবারক হোসেন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে