Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৯: ৫১
প্রেসক্লাবে জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
প্রেসক্লাবে জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে ফরিদপুর আন্তর্জাতিক নারী দিবস কমিটি। এ সময় নারীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রতিটি পর্যায়ে সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করার কথা তুলে ধরা হয়।

আগামীকাল ৮ মার্চ নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। এ সময় লিখিত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক ও দুর্বার নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মনোয়ারা রহমান।

মনোয়ারা রহমান বলেন, ‘আমাদের আবহমানকালের চর্চায় নারীর ব্যক্তিগত জীবনের প্রায় সবকিছুর সিদ্ধান্তই নেয় তার পুরুষ অভিভাবক, পরিবার বা সমাজ। জাতীয় বা রাষ্ট্রীয় জীবনের সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে নারীর নিজের কার্যকর অংশগ্রহণ, মতামত প্রদান বা ভূমিকা রাখার তেমন কোনো সুযোগই থাকে না, অর্থাৎ নারীর জীবনের প্রতিটি পর্যায়েই তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অন্য কেউ। বলা যায়, তার ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এবং ছলে-বলে-কৌশলে তা তাকে মানতে বাধ্য করা হয়। ধরেই নেওয়া হয়, সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্ঞানবুদ্ধি নারীর নেই।’

তিনি আরও বলেন, ‘নারী সর্বদা, সর্বত্র পুরুষের অধস্তন, অধীনস্থ। সে নিজে বা একা কোনোভাবেই একজন পরিপূর্ণ মানুষ নয়। জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করবে পুরুষ। এই পুরুষতান্ত্রিক চিন্তাধারা ও চর্চা প্রসূত সিদ্ধান্ত, প্রথা, নিয়ম, আইন, বিধি-বিধান নারীর অগ্রগতি, এমনকি তার স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। তা কেবল নারীর নয়, সমগ্র দেশ ও জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।’

তিনি দাবি তুলে বলেন, নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। নিরাপদ আবাসনের ব্যবস্থা থাকতে হবে। সম্পত্তির উত্তরাধিকার এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারী সংস্থা দুর্বার নেটওয়ার্কের সভানেত্রী হীরন্নাহার বেগম, রুহী শামসাদ আরা, নার্গিস বানু, আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন নারী সংস্থার নারী নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ১১টি দাবি উপস্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত