Ajker Patrika

আওয়ামী লীগ নয়, প্রশাসনকে দলীয়করণ করেছে বিএনপি-এরশাদ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫: ২৩
আওয়ামী লীগ নয়, প্রশাসনকে দলীয়করণ করেছে বিএনপি-এরশাদ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রশাসনকে কখনো দলীয়করণ করেনি, করারও পরিকল্পনা নেই। নিজ যোগ্যতাবলে তাঁরা পদে বসেছেন।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে বসা সরকারের নিয়মিত একটি কার্যক্রমের অংশ। তাদের মাধ্যমেই সরকারের কাজগুলো বাস্তবায়িত হয়। প্রশাসনের কর্মকর্তাদের এসএসবির মাধ্যমে নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয়েই পদে বসতে হয়। যাঁরা বসেছেন তাঁরা যোগ্যতা অর্জন করেই বসেছেন। আমরা কোনো দলীয়করণ করিনি, বরং বিএনপি ও এরশাদের সময়ে দলীয়করণ হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে গুজব ছড়ায়। আমরা ১৭০টির বেশি অনলাইন, একই সংখ্যার প্রিন্ট পত্রিকার পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলকেও নিবন্ধন দিয়েছি।’

বিভ্রান্তিকর তথ্যের নেতিবাচকতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিভ্রান্তিকর তথ্য ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলে। তবে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন চাইলেই ব্যবস্থা নিতে পারে না। তাই কোনটি থেকে ছড়ানো হচ্ছে, সেটি আগে নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। এরপর আমাদের জানাতে বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত