শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতুসংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।
পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’
বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’
পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মা সেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতুসংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।
পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’
বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’
পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মা সেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে