নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম বাবুর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার নারায়ণগঞ্জ-২ আসনে ২০৫ নম্বর নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত চিঠিতে ওই সরকারি কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে তাঁর কর্মকাণ্ডকে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার লঙ্ঘন উল্লেখ করে আগামীকাল সোমবার দুপুর ১২টায় তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়নে তিনি চতুর্থবারের মতো এ আসনটিতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ তাঁর স্ত্রী।
গত বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে মিছিল ও গণসংযোগে অংশ নেন ডা. সায়মা আফরোজ। ইউনিয়নের বাজবি এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সরকারি এ চিকিৎসক।
নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন সূত্রে জানা গেছে, আপনি (ড. সায়মা আফরোজ) বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
নোটিশে বলা হয়, উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে ওই আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর কেন সুপারিশ করা হবে না সে মর্মে ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম বাবুর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার নারায়ণগঞ্জ-২ আসনে ২০৫ নম্বর নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত চিঠিতে ওই সরকারি কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে তাঁর কর্মকাণ্ডকে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার লঙ্ঘন উল্লেখ করে আগামীকাল সোমবার দুপুর ১২টায় তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়নে তিনি চতুর্থবারের মতো এ আসনটিতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ তাঁর স্ত্রী।
গত বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে মিছিল ও গণসংযোগে অংশ নেন ডা. সায়মা আফরোজ। ইউনিয়নের বাজবি এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সরকারি এ চিকিৎসক।
নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ধীমান চন্দ্র মন্ডল স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন সূত্রে জানা গেছে, আপনি (ড. সায়মা আফরোজ) বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
নোটিশে বলা হয়, উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে ওই আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর কেন সুপারিশ করা হবে না সে মর্মে ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৩৪ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে