জাবি প্রতিনিধি
শাসকশ্রেণী ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে পেটোয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্র, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ এমন কোন কুকর্ম নেই যা তারা করেনা। এতে ছাত্র রাজনীতিকে মানুষের সামনে যেমন কলুষিত করা যায়, একইসাথে আদর্শের রাজনীতিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘আজ শিক্ষাকে ধ্বংস করে ব্যবসা করার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতাসীন দল শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনের আদর্শের বলে বলীয়ান হতে হবে। অন্যায়, অবিচারের বিরুদ্ধে, পুঁজিবাদী-ভোগবাদী সংস্কৃতির বিপরীতে গিয়ে জনগণের অধিকার আদায়ের মিছিলে শামিল হতে হবে।’
আলোচনা সভায় কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে এমন একজন লোক বসে থাকেন, যিনি মনেই করেন মেয়েদের একমাত্র কাজ বিয়ে করে সন্তান উৎপাদন করা। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থার প্রমাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা দেশব্যাপী ছড়িয়ে না দিলে শাসকশ্রেণি এটাকেও ধূলিসাৎ করে দেবে। তাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে, আর সেই লড়াইয়ে তাদের পাশে সর্বদা থাকবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।’
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরিফুল ইসলামকে।
শাসকশ্রেণী ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে পেটোয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্র, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ এমন কোন কুকর্ম নেই যা তারা করেনা। এতে ছাত্র রাজনীতিকে মানুষের সামনে যেমন কলুষিত করা যায়, একইসাথে আদর্শের রাজনীতিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘আজ শিক্ষাকে ধ্বংস করে ব্যবসা করার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতাসীন দল শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনের আদর্শের বলে বলীয়ান হতে হবে। অন্যায়, অবিচারের বিরুদ্ধে, পুঁজিবাদী-ভোগবাদী সংস্কৃতির বিপরীতে গিয়ে জনগণের অধিকার আদায়ের মিছিলে শামিল হতে হবে।’
আলোচনা সভায় কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে এমন একজন লোক বসে থাকেন, যিনি মনেই করেন মেয়েদের একমাত্র কাজ বিয়ে করে সন্তান উৎপাদন করা। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থার প্রমাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা দেশব্যাপী ছড়িয়ে না দিলে শাসকশ্রেণি এটাকেও ধূলিসাৎ করে দেবে। তাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে, আর সেই লড়াইয়ে তাদের পাশে সর্বদা থাকবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।’
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরিফুল ইসলামকে।
বরগুনার বামনা উপজেলার রুহিতার চরে ভূমিদস্যুদের হানা, কৃষকদের ফসল ও গবাদি পশু লুটের প্রতিবাদে মানববন্ধন করেছেন চরে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া কৃষক ও স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার গোলচত্বরে কয়েক শ কৃষক এ মানববন্ধনে অংশ নেন।
৮ মিনিট আগেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা একটি ব্যস্ততম এলাকা। মহাসড়কের উভয় পাশে ফুটপাতে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে আজ বিকেলে লাইভ করেন তিনি। এরপর রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘যেমন খুশি তেমন রাস্তা, পার হওয়ার দৃশ্
১৩ মিনিট আগেচট্টগ্রাম নগরের ব্যস্ততম বায়েজিদ বোস্তামি সড়কে স্টারশিপ গলির মুখে শীতল ঝর্ণা খালের ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে সেতুর এক পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন
২২ মিনিট আগেআইনি লড়াইয়ের পর আদালতের রায়ে প্রায় চার বছর ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন বিএনপি নেতা আবু তাহের আজাদ। তিনি নেত্রকোনার মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২৫ মিনিট আগে