Ajker Patrika

মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

গাজীপুরের শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের মুসল্লিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার জুম্মার নামাজের পরপরই বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের পুরাতন মসজিদে ওই ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 

আহতরা হলেন, নাজমুল ইসলাম (২৫), পারভেজ (২২), আব্দুল জবাব (৬০), ফেরদৌস (৬৫), মাইনুদ্দিন (৬৫), মাহমুদুল সরকার শিমুল (১৮), হারুন অর রশিদ (৫০), ফরিদ (৪৫), হিমেল (১৮), রুবেল (৩৫), ওয়াদুদ (৩৯), আব্দুস সাত্তার (৬০)। বাকি তিনজনের নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে সোহাদিয়া পুরাতন জামে মসজিদের সভাপতি শাহাজউদ্দিন মারা যান। এরপর থেকে কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন মসজিদ পরিচালনা করে আসছেন। কয়েক মাস আগে মসজিদের মুসল্লিদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাহজাহান সরকার। কিন্তু সাবেক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন বর্তমান কমিটি অবৈধ বলে দাবি করেন। 

আজ শুক্রবার জুম্মার নামাজের পরপরই কমিটি নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি থেকে পরবর্তীতে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

মোকাররম হোসেন বলেন, ‘নতুন কমিটি গঠন নিয়ে গত কয়েক দিন যাবৎ বর্তমান সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। এতে আমরা সাধারণ মুসল্লিরা উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা না শুনে আজ শুক্রবার জুম্মার নামাজের পরপরই তাঁদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের সাধারণ মুসল্লিও। এতে অনেকেই আহত হয়েছেন।’ 

মোতাহার হোসেন বলেন, ‘হঠাৎ করে দুটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মারধর শুরু করে। আমরা সাধারণ মুসল্লিরা তাদেরকে রক্ষা করতে গিয়ে অনেকেই আহত হয়েছি।’ 

সোহাদিয়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘একটি চলমান মসজিদ কমিটি থাকা অবস্থায় সভাপতি শাহজাহান সরকার জোরপূর্বক ক্ষমতা খাঁটিয়ে মুসল্লিদের সিদ্ধান্ত ছাড়া কমিটি গঠন করেন। এতে করে সবার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মুসল্লিরা সভাপতির কাছে কমিটি গঠনের বিষয়ে জানতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর লোকজন দিয়ে মেরে বেশ কয়েকজনকে আহত করেন।’ 

সোহাদিয়া জামে মসজিদের সভাপতি শাহজাহান সরকার বলেন, ‘মসজিদ কমিটির সভাপতি বিগত দশ বছর পূর্বে মারা যায়। এরপর থেকে অবৈধ সাধারণ সম্পাদক জাকির হোসাইন একক ভাবে মসজিদ পরিচালনা করে আসছেন। মসজিদের আয় ব্যয়ের কোনো হিসাব নিকাশ না দেওয়ার কারণে মুসল্লিদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে। এর জেরে বৈধভাবে বেশির ভাগ মুসল্লির সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কারণে তিনি গত কয়েক দিন যাবৎ একটি সমস্যা সৃষ্টি করতে চেষ্টা চালাচ্ছে। এর ধারাবাহিকতায় আজ জুম্মার নামাজের পর হামলা চালিয়ে মুসল্লিদের মারধর করে আহত করে।’ 

আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাবরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাদিউল ইসলাম বলেন, মসজিদের বেশি ভাগ মুসল্লিদের সিদ্ধান্ত মতে পূর্বের কমিটি বিলুপ্ত করে শাহজাহান সরকারকে সভাপতি করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন তার লোকজন নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন মুসল্লি আহত হয়েছেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, মারধরে আহত বেশ কয়েকজন রোগী এসেছে। তাঁদের মধ্যে দুজন বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান বলেন, মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত