Ajker Patrika

পদ্মায় জালে ধরা পড়ল ২৪ কেজির তিন পাঙাশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৫৬
পদ্মায় জালে ধরা পড়ল ২৪ কেজির তিন পাঙাশ

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে জালে ধরা পড়েছে তিনটি পাঙাশ। ২৪ কেজির তিনটি পাঙাশ গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরে জালে ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে যান। 
 
ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৯, সোয়া ৯ ও ৬ কেজি। উপজেলার পাটুরিয়াসংলগ্ন মাঝ পদ্মা থেকে রশিদ নামের এক জেলে দুটি এবং অন্য আরেক জেলে একটি পাঙাশ মাছ আন্ধারমানিক আড়তে আনেন। 

আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, উপজেলার পাটুরিয়া থেকে রশিদ দুটি এবং আরেকজন জেলে একটি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। ৯ কেজি ওজনের পাঙাশটি যাত্রাপুর গ্রামের প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ী আব্দুল আলিম মিয়া কিনে নেন। 

এ বিষয়ে মাছ ব্যবসায়ী রশিদ বলেন, ‘উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে নিয়ে এলে আমি পাটুরিয়া থেকে কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৯ কেজি ওজনের পাঙাশটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।’ 

ক্রেতা আব্দুল আলিম মিয়া বলেন, ‘আজ ৯ হাজার টাকা দিয়ে একটি পাঙাশ ও ৪ হাজার টাকা দিয়ে পদ্মার রুই কিনেছি।’ 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, গত মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙাশ, বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত