Ajker Patrika

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৬: ২৮
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

নথি পর্যালোচনা করে সাক্ষর করতে চাওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে হিসাব বিভাগের এক কর্মকর্তাসহ কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই তিনি নগর ভবন থেকে বের হয়ে চলে যান। এ দিকে এ ঘটনায় নগর ভবনের অন্য কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর নগর ভবনের নিজ কক্ষে তিনি এ ঘটনার শিকার হন। 

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হলেন—মঞ্জুরুল হাসান। 

নাম না প্রকাশ করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী ও নগর ভবনের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বেশ কিছুদিন অনুপস্থিত থাকার পর বৃহস্পতিবার অফিসে যান সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হাসান। তিনি তাঁর কক্ষে স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। দুপুর দুইটার দিকে মঞ্জুরুল হাসান তাঁর কক্ষ থেকে বাইরে বের হন। এ সময় সিটি করপোরেশনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা ও কয়েকজন ঠিকাদার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে একটি নথি নিয়ে যান। সেখানে তাকে না পেয়ে বাইরে এসে ধাক্কা দিয়ে পুনরায় তাঁর কক্ষে নিয়ে যান। এ সময় ঠিকাদারেরা নথিটি দ্রুত স্বাক্ষর করে দেওয়ার জন্য প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চাপ দেন। 

এ সময় তিনি নথিটি দেখে এরপর স্বাক্ষর করে দেবেন বলে জানালে তাঁরা অসন্তুষ্ট হন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঠিকাদারেরা প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কি করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পরপর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নগর ভবন থেকে চলে যান। 

এ বিষয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হাসান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কারও বিরুদ্ধে অভিযোগ দেব না। মন্ত্রণালয় আমাকে এখানে পাঠিয়েছে, তাই আমি এখানে এসেছিলাম। এখানে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আজকে তার প্রতিদান পেয়েছি। আমার ভাগ্যে ছিল জুতা মারবে, তাই মেরেছে। আল্লাহ এর বিচার করবেন।’ 
 
তিনি আরও বলেন, ‘আজকের পর আমি আর সিটি করপোরেশনে অফিস করতে আসব না। মন্ত্রণালয়ে আবেদন করে আমি অন্যত্র বদলি হয়ে চলে যাব। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’ 

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম আজকের পত্রিকাকে বলেন, ‘জাইকার একটি কনফারেন্সে থাকায় আজকে আমি অফিসে যাইনি। এ ধরনের কোনো ঘটনার কথা কেউ আমাকে জানায়নি।’ 

তিনি আরও বলেন, ‘যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, এটি একটি ক্রিমিনাল অফেনস্। অবশ্যই তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নগর ভবনে কর্মরত একাধিক ব্যক্তি জানান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে মঞ্জুরুল হাসানকে পদায়নের পর তিনি যোগদান করলেও বেশ কিছুদিন তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এ নিয়ে শুরু থেকেই হিসাব বিভাগের এক কর্মকর্তার সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত