Ajker Patrika

নরসিংদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ২১: ০৬
নরসিংদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টা সময় উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওমর ফারুক (৩৬) ও অহিদা বেগম (৫৭)। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক দুপুরে গোসল শেষে বাড়ির উঠানে লোহার জিয়াই তারে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দিতে গেলে বিদ্যুতায়িত ছটফট করতে থাকে। ছেলের এ অবস্থা দেখে তাঁর মা অহিদা বেগম বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই মৃত্যু হয়। 

চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উদ্দিন শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মা-ছেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত