Ajker Patrika

আকাশ-সড়ক-রেল-নৌপথ দুর্ঘটনামুক্ত রাখতে ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩০
আকাশ-সড়ক-রেল-নৌপথ দুর্ঘটনামুক্ত রাখতে ৭ দফা দাবি

নতুন বছরে আকাশ-সড়ক-রেল-নৌপথ নিরাপদ রাখতে দ্রুত সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। আজ রোববার সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ বছর ধরে সংগঠনটি চার পথ দুর্ঘটনামুক্ত রাখতে গবেষণা ও সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে। রাজপথে গণমুখী কর্মসূচিভিত্তিক পথচলায় তারা বারবার যে সাত দফার জন্য কাজ করে যাচ্ছে, তা বাস্তবায়িত হলে চার পথই দুর্ঘটনামুক্ত হবে। 

সেভ দ্য রোডের বিবৃতিতে সড়ক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দুর্নীতিমুক্ত তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজংকে আহতকারী ঘাতক চালকের দৃষ্টান্তমূলক বিচার ও দুর্ঘটনার সিসি ফুটেজ জনগণের সামনে নিয়ে এসে সত্য ঘটনা উন্মোচনেরও দাবি জানানো হয়। 

এ ছাড়া সেভ দ্য রোডের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—বঙ্গবন্ধু ফুটবল লীগের খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কপথ দুর্ঘটনায় নিহত অর্ধশত শিশু-কিশোরের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণার মাধ্যমে জনসচেতনতা তৈরি; ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুযোগ করে দেওয়া; সড়কপথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধ করা। এ ছাড়া কমপক্ষে অষ্টম শ্রেণি পাস ও জাতীয় পরিচয়পত্র ছাড়া চালক-সহযোগী নিয়োগ বন্ধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি। 

তা ছাড়া, স্থল-নৌ-রেল-আকাশপথ দুর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারিভাবে দেওয়ার পাশাপাশি ইউলুপ বৃদ্ধি, সড়ক ও সেতুসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধের দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত