নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, সরকারের মদদে আইনজীবীদের ওপর হামলা বিচার ব্যবস্থার জন্য হুমকি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে জানানো হয়, তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে পুলিশের ব্যাপক লাঠি চার্জের শিকার হয়েছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাঁদের অতর্কিতভাবে লাঠিপেটা করে। লাঠিপেটায় অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী আইনজীবীকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সংগঠনটি জানায়, এই হামলার মাধ্যমে পুরো বিচার ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত করা হয়েছে। আইনজীবীদের ওপর সরকারের মদদে এই ধরনের পুলিশি নির্যাতনের উদাহরণ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বড় হুমকি।
জনগণের যে জাগরণ তৈরি হয়েছে তাতে সরকারের পতন এখন সময়ের ব্যাপার উল্লেখ করে বিবৃতি বলা হয়, বর্তমান মাফিয়া আওয়ামী লীগ সরকার নিজেদের এমন দেউলিয়া অবস্থায় ফেলেছে যে, পুলিশ প্রশাসনকে দলীয় অঙ্গসংগঠনের মতো ব্যবহার করে জনগণের সকল আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা করছে।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, সরকারের মদদে আইনজীবীদের ওপর হামলা বিচার ব্যবস্থার জন্য হুমকি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে জানানো হয়, তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে পুলিশের ব্যাপক লাঠি চার্জের শিকার হয়েছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাঁদের অতর্কিতভাবে লাঠিপেটা করে। লাঠিপেটায় অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী আইনজীবীকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সংগঠনটি জানায়, এই হামলার মাধ্যমে পুরো বিচার ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত করা হয়েছে। আইনজীবীদের ওপর সরকারের মদদে এই ধরনের পুলিশি নির্যাতনের উদাহরণ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বড় হুমকি।
জনগণের যে জাগরণ তৈরি হয়েছে তাতে সরকারের পতন এখন সময়ের ব্যাপার উল্লেখ করে বিবৃতি বলা হয়, বর্তমান মাফিয়া আওয়ামী লীগ সরকার নিজেদের এমন দেউলিয়া অবস্থায় ফেলেছে যে, পুলিশ প্রশাসনকে দলীয় অঙ্গসংগঠনের মতো ব্যবহার করে জনগণের সকল আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টা করছে।
আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের (দোকান) ভাড়া চাওয়ায় মালিক জাহাঙ্গীর হোসেন হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
৯ মিনিট আগেব্যস্ত শহরে হঠাৎ ভেঙে পড়া এই গাছের নিচে চাপা পরে আহত হয়েছেন এক নারী। এতে চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন।
১০ মিনিট আগেতখন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকের নেতৃত্বে শেখ রাসেল হলে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করা হয়। অন্য পক্ষ পাল্টা হামলা চালিয়ে এএসভিএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ
১৬ মিনিট আগেবাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে দেওয়ার প্রস্তাবে জেলাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন গতকাল বুধবার জেলার চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের এমন প্রস্তাবের খবর প্রকাশের পর জেলার রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক
২১ মিনিট আগে