Ajker Patrika

‘একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, মানুষ আস্থা রাখবে কেন’

রাজবাড়ী প্রতিনিধি
‘একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, মানুষ আস্থা রাখবে কেন’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? এ দেশে সুবিচার পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা তারা ভাববে কেন? বরং ভাববে বিচার-আচার দিনকে দিন উঠে গেছে। অর্থাৎ কনফিডেন্সের মাত্রা আমার মনে হয় দিন দিন লোপ পেয়ে গেছে। আমাদের দায়িত্ব হলো কনফিডেন্স ফিরিয়ে আনা।

আজ রোববার দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রধান বিচারপতি হিসেবে যোগদান করার পর পরই বলেছি, প্রজাতন্ত্রের মালিক জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সুবিচার করতে হবে। সকাল ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে। মানুষ টাকার অভাবে যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা, সাধারণ সম্পাদক বিজন বোস, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত