Ajker Patrika

অনৈতিক সম্পর্কের লেনদেনের দ্বন্দ্বে নারী খুন, তিন বছর পর ২ বন্ধু কারাগারে

গাজীপুর প্রতিনিধি
অনৈতিক সম্পর্কের লেনদেনের দ্বন্দ্বে নারী খুন, তিন বছর পর ২ বন্ধু কারাগারে

অনৈতিক সম্পর্কের লেনদেন নিয়ে বনিবনা না হওয়ায় গাজীপুরে নারীকে শ্বাসরোধে হত্যার তিন বছর পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা স্বেচ্ছায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে, শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে একজন, পরে তার দেওয়া তথ্যমতে, আজ (মঙ্গলবার) সাভারের আশুলিয়া থানার আমতলা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামের মো. মাহবুব আলম (২৯) ও একই গ্রামের মো. মোশারফ হোসেন (৩২)। অপরদিকে নিহত নারীর নাম কল্পনা আক্তার কল্প (৩২)। তার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুরের কাশিমপুর থানা–পুলিশ ২০২১ সালের ২ মার্চ দুপুরে পানিশাইল গ্রামের জিরানী ডাক প্রশিক্ষণ কেন্দ্রের পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে নিহতের ছোট বোন রুনা লাশটি শনাক্ত করেন। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরে এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর আট মাস কাশিমপুর থানা–পুলিশ মামলাটির তদন্ত করে কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই–গাজীপুর।’

পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘তদন্তকালে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে মাহবুব ও পরে তার দেওয়া তথ্যমতে, মোশারফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিস্তারিত বর্ণনা দেয়।’

পুলিশ সুপার বলেন, ‘মাহবুব ও মোশারফ একই গ্রামের বাসিন্দা ও পরস্পর বন্ধু। তারা গাজীপুরের কাশিমপুর ও ঢাকার আশুলিয়া এলাকার বিভিন্ন কারখানায় একসঙ্গে চাকরি করত। চাকরি করার সময় কল্পনা আক্তারের সঙ্গে তাদের পরিচয় ও পরে সুসম্পর্ক তৈরি হয়। তারা কল্পনার সঙ্গে দেখা সাক্ষাৎ করত এবং টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করত।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শেষে ঘটনার দিন গভীর রাতে দুই বন্ধু কল্পনাকে ঘটনাস্থলে নিয়ে এসে শারীরিক সম্পর্ক করে। পরে টাকা লেনদেন নিয়ে কল্পনার সঙ্গে বনিবনা না হলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুই আসামি মিলে ঘটনাস্থলেই শ্বাসরোধ করে কল্পনাকে হত্যা করে লাশ ফেলে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘একটি হত্যার ঘটনা। ভিকটিম কল্পনাকে নিয়ে দুই আসামি অনৈতিক কাজ করে। পরে টাকা পয়সা নিয়ে ভিকটিমের সঙ্গে ঝামেলা সৃষ্টি হলে আসামিরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পিবিআই–গাজীপুর তথ্য সংগ্রহসহ সব তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে এবং তারা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত