Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ১০ চাঁদাবাজ আটক

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ১০ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থেকে ১০ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব। আজ রোববার বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকৃতরা হলেন, লিটন হাওলাদার (৩৫), আলতাফ হোসেন খোকন (৩০), আরিফুল ইসলাম আরিফ (২৪), মো. এরশাদ (৩৫), মো. ফয়সাল আহমেদ (২৫), মো. হযরত আলী (৩০), আবুল হাসেম শেখ (৩২), মো. জহির (৩৫), মো. নূর ইসলাম লিসন (২৮), মো. রতন (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি ও হুমকি দিয়ে পরিবহন প্রতি ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করে আসছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যায় সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদেরকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় র‍্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত