Ajker Patrika

পদত্যাগ করলেন নিউরোসায়েন্সেস অব ইনস্টিটিউটের পরিচালক দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডা. কাজী দ্বীন মোহাম্মদ। ছবি: সংগৃহীত
ডা. কাজী দ্বীন মোহাম্মদ। ছবি: সংগৃহীত

চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের পর পদত্যাগ করেন তিনি। পদত্যাগের বিষয়টি তিনি নিজে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরামসহ (এনডিএফ) বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে পদত্যাগ করেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা তাঁর পদত্যাগ গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

এক চিকিৎসককে নিউরোসায়েন্সেস হাসপাতালে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে চিকিৎসকদের প্রতিবাদের মধ্যে গতকাল বুধবার সেখানে মারধরের ঘটনা ঘটে। সহকর্মীকে মারধরের কারণে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকদের একটি অংশ। এর প্রতিবাদে পরিচালক ডা. দ্বীন মোহাম্মদের পদত্যাগও দাবি করেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে নিউরোসায়েন্সর পরিচালকের দায়িত্ব পালন করছেন ডা. দীন মোহাম্মদ। এ চিকিৎসক পরপর তিন বার পরিচালক পদে নিয়োগ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত