উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকার মৃত সাহাব উদ্দিন ফকিরের ছেলে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাঁকে আদালতে পাঠানো হয়। অতঃপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ওসি হাফিজ আরও বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই যোগ দেন মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে গুরুতর আহত করেন। আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় তাঁর চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকার মৃত সাহাব উদ্দিন ফকিরের ছেলে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাঁকে আদালতে পাঠানো হয়। অতঃপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ওসি হাফিজ আরও বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই যোগ দেন মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে গুরুতর আহত করেন। আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় তাঁর চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জের ধরে তাসলিমা তাঁর ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে হত্যা করেন এবং এরপর তিনি নিজেও বিষপান করে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ
২ মিনিট আগেগাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চার যুবককে আটক করে পিটুনি দিয়েছেন উত্তেজিত এলাকাবাসী। এতে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেউত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী নগরীর সপুরা গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পুলিশ, সেনা ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ মিনিট আগেশিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।
১৫ মিনিট আগে