Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলা গ্রহণ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলা গ্রহণ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে দায়ের করা মামলা গ্রহণ করেছে আদালত। মামলায় সাবেক প্রতিমন্ত্রী মুরাদের পাশাপাশি উপস্থাপক নাহিদ হেলালকে অভিযুক্ত করা হয়েছে। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লা মামলার আবেদনটি আমলে নেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ প্রদান করেন।

এর আগে, গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক। 

এই বিষয়ে মামলার বাদী ওমর ফারুক বলেন, ‘ডা. মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্য করেছেন। এ জন্য মুরাদ হাসানসহ উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালকে আসামি করে মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত