Ajker Patrika

বুড়িগঙ্গায় মাদ্রাসাছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৩, ১৮: ০৬
বুড়িগঙ্গায় মাদ্রাসাছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে রুমা (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় ফতুল্লা পাগলা কোস্টগার্ড জেটিসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণী ফতুল্লার ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকার আনিস মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর বাবা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা নৌ পুলিশের ডিউটি অফিসার মনির হোসেন। তিনি বলেন, ‘দুপুরে লাশ উদ্ধার করার পর বিকেলে আনিস মিয়া এসে মেয়েটি তাঁর কন্যা বলে দাবি করেন। পরে তাঁর হাতে ও গালের তিল শনাক্ত করে পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহ উদ্ধারকালে ও সুরতহাল প্রতিবেদনে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ওই তরুণীর বাবা আনিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় হঠাৎ বাসা থেকে বেরিয়ে আমার মেয়ে নিখোঁজ হয়। সারা রাত মাইকিং ও খোঁজাখুঁজি করে তাকে পাইনি। আজ সকালে ফতুল্লা থানায় নিখোঁজ ডায়েরি করি। দুপুরে পাগলায় এক মেয়ের লাশ পাওয়া গেছে শুনে থানায় খোঁজ নেই। পরে ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি। আমার মেয়ের হাতে দাগ ও গালে তিল দেখে নিশ্চিত হই।’

বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধারের প্রসঙ্গে আনিস মিয়া বলেন, ‘আমি জানি না কেন এমন হলো। কেউ নিয়ে মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করেছে—সেটা বলতে পারছি না। আমি কারও ওপর অভিযোগ রাখতে চাই না। আমি বিনা ময়নাতদন্তে লাশ চেয়ে আবেদন করেছি। আমি কোনো মামলা-মোকদ্দমায় যেতে চাই না।’

একই বিষয়ে নৌ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সুরতহাল রিপোর্টে গায়ে কোনো আঘাতের চিহ্ন বা ধর্ষণের আলামত পাইনি। তারপরও বিবস্ত্র মরদেহ উদ্ধারের বিষয়ে মেয়েটির বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। কিন্তু তিনি বিনা অভিযোগে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চান। মূলত মেয়েটি মানসিক ভারসাম্যহীন বিধায় আর কোনো জটিলতায় যেতে চাচ্ছেন না বাবা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত