দেশে আবার বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৩। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৯ জন। চলতি বছরে রোগটিতে মৃত্যু হয়েছে ১১ জনের।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬, মৃত্যু হয় ৬ জনের। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হয় ১৬৬ জন এবং মৃত্যু হয় ৩ জনের। মার্চে আক্রান্ত হয় ১১১ জন। এপ্রিল মাসে ১৪৩ জন আক্রান্ত হয় এবং দুজনের মৃত্যু হয়। তবে মে মাসের প্রথম সপ্তাহে হাসপাতাল ভর্তি হয়েছে ১৩৭ জন।
ডেঙ্গু সংক্রমণের উর্ধ্বমূখী প্রবণতায় শঙ্কা প্রকাশ করে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া চলতি বছরের মৌসুম-পূর্ববর্তী ডেঙ্গুবিষয়ক জরিপের ফলাফলে এ বছর ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বাড়বে বলে প্রতীয়মান হয়েছে।
দেশে আবার বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৩। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৯ জন। চলতি বছরে রোগটিতে মৃত্যু হয়েছে ১১ জনের।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬, মৃত্যু হয় ৬ জনের। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হয় ১৬৬ জন এবং মৃত্যু হয় ৩ জনের। মার্চে আক্রান্ত হয় ১১১ জন। এপ্রিল মাসে ১৪৩ জন আক্রান্ত হয় এবং দুজনের মৃত্যু হয়। তবে মে মাসের প্রথম সপ্তাহে হাসপাতাল ভর্তি হয়েছে ১৩৭ জন।
ডেঙ্গু সংক্রমণের উর্ধ্বমূখী প্রবণতায় শঙ্কা প্রকাশ করে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া চলতি বছরের মৌসুম-পূর্ববর্তী ডেঙ্গুবিষয়ক জরিপের ফলাফলে এ বছর ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বাড়বে বলে প্রতীয়মান হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
২৫ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
২৬ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
৪০ মিনিট আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে