Ajker Patrika

সাটুরিয়ায় সবজি কিনে ফেরার পথে দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৬: ১৬
সাটুরিয়ায় সবজি কিনে ফেরার পথে দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় আড়ত থেকে সবজি কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) এবং একই এলাকার আব্দুস সামাদের ছেলে ছানোয়ার হোসেন (৪৫)। নিহতরা স্থানীয় কাটিগ্রাম বাজারের সবজি ব্যবসা করতেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু। তিনি বলেন, ‘নিহতদের একজনের মরদেহ সদর হাসপাতালে ও অপরজনের মরদেহ গোলড়া থানায় রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। গোলড়া থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর বন্দর আড়ত থেকে সবজি কিনে তিন চাকার ভ্যানের মাধ্যমে কাটিগ্রাম যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন। 

পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করতে গিয়ে তিন চাকার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম নিহত হন। গুরুতর অবস্থায় ছানোয়ার হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত