Ajker Patrika

গণধর্ষণ মামলার আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গণধর্ষণ মামলার আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে সংস্থাটি থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মিনু রাসেল (৩৯। সে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটির উপপরিচালক একেএম মুনিরুল আলম জানান, গত ১৪ এপ্রিল ফতুল্লার দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে চার দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৮ এপ্রিল ফতুল্লা থানায় মামলা করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ এপ্রিল সেহেরির সময় নানির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় মিনু রাসেলসহ আসামি রিফাত (২০) ও সিফাত (২২) কিশোরীকে অপহরণ করে। পরে চার দিন ব্যাপী কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে আসামিরা। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

এদিকে এই মামলায় মিনু রাসেলসহ এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে, এই মামলায় রিফাত (২০) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত