Ajker Patrika

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৯: ০৫
সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা স্থানীয় সড়ক অবরোধ করে রেখেছেন। আজ সোমবার বিকেলে ‘রাকেফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামাক কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এরপর থেকে ওই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ আগস্ট বেতন না পেয়ে আন্দোলন করেছিলেন তাঁরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ ২২ আগস্ট জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেন। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামে তাঁরা।

এ বিষয়ে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, ‘কারখানায় শ্রমিক আছে প্রায় ৬০০। গত মাসের বেতন শ্রমিকেরা এখনো পাননি। কীভাবে শ্রমিকেরা সংসার চালাবে। বাড়ি ভাড়া, দোকান বাকি, এই সব চাহিদা কোত্থেকে মেটাবে। তাদেরও বাজার করে খেতে হয়। এই মাস প্রায় শেষ হয়ে এল। এখনো গত মাসের বেতন পাননি শ্রমিকেরা। আমরা এর দ্রুত সমাধান চাই। না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ 

এ নিয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলমের মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শিল্প পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শিল্প পুলিশ ১ এর এএসআই কোরবান আলী বলেন, ‘আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথেও যোগযোগের চেষ্টা করছি। তারা বলছে তারা ব্যাংকে আছে। এসে সমস্যা সমাধান করবে। শ্রমিকদের বেতন তো মালিকপক্ষকে দিতেই হবে। আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত