নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রাস্তায় আজ শনিবার সকালে বেসরকারি বাসের দেখা মেলেনি। এদিকে বেসরকারি বাস না পেয়ে ভিড় বেড়েছে বিআরটিসি বাসের কাউন্টারে। সেখানে টিকিট কিনতে লেগেছে হুড়োহুড়ি।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শনিবার সকাল ৮টার দিকে বিআরটিসির টিকিট কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবাই ব্যস্ত নিজেদের টিকিট নিশ্চিত করতে। কেউ যাচ্ছেন অফিসে, কেউবা কলেজে, আবার কেউ পরীক্ষা দিতে। যাত্রীর চাপ বেশি থাকায় ওই বাস স্ট্যান্ডে থাকা ৩৭টি বাসের মধ্যে ৩৫টিই ছেড়ে যেতে দেখা যায় কম সময়ের মধ্যে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ট্রাফিক ইনচার্জ মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এমনিতেই চাপ বেশি থাকে। কিন্তু প্রথম কয়েকটা ট্রিপে বাসের সিট কিছুটা ফাঁকা থাকে। আজকে সব বাসই অতিরিক্ত যাত্রী নিয়ে স্ট্যান্ড থেকে ছেড়ে গেছে। যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।’
জ্বালানি তেলের দাম বাড়ানোয় গতকাল শুক্রবার থেকেই চলছে পরিবহন ধর্মঘট। গতকাল সকালে মোহাম্মদপুর থেকে দু-একটা বাস ছাড়তে চাইলে সেখানে কিছুটা বাগবিতণ্ডা হয়েছিল চালক, কন্ডাক্টর ও মালিকপক্ষের মধ্যে।
টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা অতুল জানালেন তিনি মতিঝিলে যাবেন। অতুল বললেন, ‘৭টায় বের হয়েছি বাসা থেকে। ৯টা ৪৫-এ অফিস। এখানে এসেও দুইটা বাস মিস করেছি। মাত্রই টিকিট পেলাম, এখন অফিসের দিকে রওনা দেব। জানি না অফিসে সময়মতো পৌঁছাতে পারব কি না।’
এদিকে সাত কলেজের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আজ। পরীক্ষার আগে রাজ্যের ভয় আর সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারার অনিশ্চয়তা নিয়ে দ্রুত হাঁটতে থাকা রাতুল জানালেন, ‘পরীক্ষার আগে এমনিতেই পরীক্ষার একটা ভয় থাকে। তার ওপর গাড়ি না পাওয়ার এই দুশ্চিন্তা। লেখাপড়া নিয়েই গত দেড় বছর ধরে অনিশ্চয়তার একটা সময় পার করছি আমরা।’
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা নিলীমা জানালেন, তিনি গত আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন সিএনজির অটোরিকশার খোঁজে। করোনার টিকা নেওয়ার জন্য তিনি পিজিতে যাবেন। কোনো অটোরিকশা যেতে রাজি হচ্ছে না ৩৫০ টাকার নিচে। নিলীমা বললেন, ‘বাসে গেলে দেরি হবে। তাই অটোরিকশায় যেতে চাইছি লাম। এরা ফাজলামি শুরু করছে। একদিকে জিনিসপত্রের এত দাম, তার ওপর বাস বন্ধ করে বাকি সব যানবাহনের ভাড়া বাড়ানো, আমরা তো নিশ্বাস নিতে পারব না আর কিছুদিন পর।’
এদিকে এফডিসি, গুলশান, পুলিশ প্লাজা ও রামপুরা থেকে চক্রাকার বাসগুলোও গতকাল থেকে চলতে দেখা যায়নি। সেই যাত্রীর চাপ গিয়ে পড়েছে ওয়াটার ট্যাক্সিগুলোর ওপরে। সেখানকার টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা গেল যাত্রীদের ভিড়। অনেকেই টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছে।
রামপুরার ওয়াটার ট্যাক্সি কাউন্টারের মাস্টার জান্নাত বলেন, ভোর ছয়টা থেকে কাউন্টার চালু হয়। সাধারণত ৮টা থেকে যাত্রীর চাপ বাড়তে থাকে। আজ চাপটা অনেক বেশি। শুক্রবারে অনেকেই আসেন হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে করে ঘুরতে। গতকাল এই ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে ছিল সাধারণ পেশাজীবীদের ভিড়।
রাজধানীর রাস্তায় আজ শনিবার সকালে বেসরকারি বাসের দেখা মেলেনি। এদিকে বেসরকারি বাস না পেয়ে ভিড় বেড়েছে বিআরটিসি বাসের কাউন্টারে। সেখানে টিকিট কিনতে লেগেছে হুড়োহুড়ি।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শনিবার সকাল ৮টার দিকে বিআরটিসির টিকিট কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবাই ব্যস্ত নিজেদের টিকিট নিশ্চিত করতে। কেউ যাচ্ছেন অফিসে, কেউবা কলেজে, আবার কেউ পরীক্ষা দিতে। যাত্রীর চাপ বেশি থাকায় ওই বাস স্ট্যান্ডে থাকা ৩৭টি বাসের মধ্যে ৩৫টিই ছেড়ে যেতে দেখা যায় কম সময়ের মধ্যে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ট্রাফিক ইনচার্জ মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এমনিতেই চাপ বেশি থাকে। কিন্তু প্রথম কয়েকটা ট্রিপে বাসের সিট কিছুটা ফাঁকা থাকে। আজকে সব বাসই অতিরিক্ত যাত্রী নিয়ে স্ট্যান্ড থেকে ছেড়ে গেছে। যাত্রীর চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।’
জ্বালানি তেলের দাম বাড়ানোয় গতকাল শুক্রবার থেকেই চলছে পরিবহন ধর্মঘট। গতকাল সকালে মোহাম্মদপুর থেকে দু-একটা বাস ছাড়তে চাইলে সেখানে কিছুটা বাগবিতণ্ডা হয়েছিল চালক, কন্ডাক্টর ও মালিকপক্ষের মধ্যে।
টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা অতুল জানালেন তিনি মতিঝিলে যাবেন। অতুল বললেন, ‘৭টায় বের হয়েছি বাসা থেকে। ৯টা ৪৫-এ অফিস। এখানে এসেও দুইটা বাস মিস করেছি। মাত্রই টিকিট পেলাম, এখন অফিসের দিকে রওনা দেব। জানি না অফিসে সময়মতো পৌঁছাতে পারব কি না।’
এদিকে সাত কলেজের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আজ। পরীক্ষার আগে রাজ্যের ভয় আর সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারার অনিশ্চয়তা নিয়ে দ্রুত হাঁটতে থাকা রাতুল জানালেন, ‘পরীক্ষার আগে এমনিতেই পরীক্ষার একটা ভয় থাকে। তার ওপর গাড়ি না পাওয়ার এই দুশ্চিন্তা। লেখাপড়া নিয়েই গত দেড় বছর ধরে অনিশ্চয়তার একটা সময় পার করছি আমরা।’
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা নিলীমা জানালেন, তিনি গত আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন সিএনজির অটোরিকশার খোঁজে। করোনার টিকা নেওয়ার জন্য তিনি পিজিতে যাবেন। কোনো অটোরিকশা যেতে রাজি হচ্ছে না ৩৫০ টাকার নিচে। নিলীমা বললেন, ‘বাসে গেলে দেরি হবে। তাই অটোরিকশায় যেতে চাইছি লাম। এরা ফাজলামি শুরু করছে। একদিকে জিনিসপত্রের এত দাম, তার ওপর বাস বন্ধ করে বাকি সব যানবাহনের ভাড়া বাড়ানো, আমরা তো নিশ্বাস নিতে পারব না আর কিছুদিন পর।’
এদিকে এফডিসি, গুলশান, পুলিশ প্লাজা ও রামপুরা থেকে চক্রাকার বাসগুলোও গতকাল থেকে চলতে দেখা যায়নি। সেই যাত্রীর চাপ গিয়ে পড়েছে ওয়াটার ট্যাক্সিগুলোর ওপরে। সেখানকার টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা গেল যাত্রীদের ভিড়। অনেকেই টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছে।
রামপুরার ওয়াটার ট্যাক্সি কাউন্টারের মাস্টার জান্নাত বলেন, ভোর ছয়টা থেকে কাউন্টার চালু হয়। সাধারণত ৮টা থেকে যাত্রীর চাপ বাড়তে থাকে। আজ চাপটা অনেক বেশি। শুক্রবারে অনেকেই আসেন হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে করে ঘুরতে। গতকাল এই ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে ছিল সাধারণ পেশাজীবীদের ভিড়।
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
২ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
৪ মিনিট আগেরমজানে মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। লোডশেড মুক্ত রাখতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে বেশি। এ ছাড়া শিল্প, কলকারখানায়ও গ্যাস সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আর এতেই টান পড়েছে বাসাবাড়ির
২৩ মিনিট আগেগাইবান্ধা জেনারেল হাসপাতালের সিন্ডিকেটের দাপটে এক যুগের বেশি সময় ধরে ন্যূনতম অ্যাম্বুলেস সেবা পাচ্ছে না এ জেলার বাসিন্দারা। জেলার ৩৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র এটি। এদিকে অভিযোগ রয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সের সংকটের সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা।
২৭ মিনিট আগে