Ajker Patrika

নারায়ণগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৬: ২০
নারায়ণগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জে বাসচাপায় সাইদুর রহমান (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

সাইদুর রহমান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে সাইদুর রহমান কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে হিমাচল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহত মোটরসাইকেল আরোহীর স্ত্রী ও ছেলের আহাজারিসাইদুর রহমানের স্ত্রী পাপিয়া আক্তার বলেন, ‘সকালে আমার স্বামী পাইকপাড়া থেকে সারুলিয়ার দিকে যাচ্ছিল। ১০টার দিকে ফোন পেয়ে শুনি সে আর নেই। আমার স্বামী অনেক ধীরেসুস্থে মোটরসাইকেল চালাত। হিমাচল পরিবহনের বাসগুলো বেপরোয়াভাবে চলাচল করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’ 

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘সাইদুর রহমানকে চাপা দেওয়া বাস ও এর চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত