Ajker Patrika

এক বাড়ি থেকে ২২টি গোখরোর বাচ্চা উদ্ধার, বড় সাপ না পাওয়ায় আতঙ্কে পুরো পরিবার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৮: ৫৫
এক বাড়ি থেকে ২২টি গোখরোর বাচ্চা উদ্ধার, বড় সাপ না পাওয়ায় আতঙ্কে পুরো পরিবার

ফরিদপুরের মধুখালী পৌর সদরের পশ্চিম গাড়াখোলা এলাকার একটি বাড়ি থেকে ২২টি বিষধর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। কিন্তু বড় কোনো সাপকে আটক করতে পারেনি সাপুড়ে। আর এতে করে প্রচণ্ড আতঙ্কে রয়েছেন ওই বাড়ির সবাই।

আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের মো. হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপুড়েরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে।

হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। একে একে প্রায় ১৫টি গোখরো সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে। পরে সাপুড়েকে খবর দিলে বাড়ির বিভিন্ন স্থানে খুঁজে তাঁরা আরও ৭টি সাপের বাচ্চা উদ্ধার করে। তবে বড় সাপটি ধরতে পারেনি সাপুড়েরা। এ ঘটনায় আমরা বাড়ির সবাই আতঙ্কিত।’

কুমারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়ে রিয়াজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘একটি গোখরো সাপ ২২ টি,৩২টি বা ৪২টি করে ডিম পাড়ে এবং সেগুলা থেকে বাচ্চা হয়। হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা ধরেছি। বাড়ির লোকজন আরও প্রায় ১৫টি সাপের বাচ্চা মেরে ফেলেছে। বড় সাপ দুটি ধরতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও কয়েক দিন ধরে উপজেলার মিটাইন, কুমারখালী, বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে মোট ৯৬টি বিষধর গোখরো সাপের বাচ্চা ধরেছি। এগুলো আমি বাড়িতে রেখে খাবার খাওয়াই। বড় হলে এদের দিয়ে খেলা দেখাই।’

 ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়েদের খবর দেয়। তারা এসে বিষধর গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়। সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত